2222 Vacancies HSC Pass NGO Job Circular 2023: আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতায় !!!

এই চাকরির খবরের বিষয়ঃ NGO Job Circular 2023, HSC Pass NGO Job Circular 2023, HSC Pass Job Circular 2023, এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৩, এইচএসসি পাশে চাকরি ২০২৩।


HSC-Pass-NGO-Job-Circular-2023, HSC-Pass-Job-Circular-2023, এইচএসসি-পাশে-এনজিও-চাকরি-২০২৩

Today’s HSC Pass NGO Job Circular 2023:

চট্টগ্রামের স্বনামধন্য এনজিও সংস্থা মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ বিতরণ, আদায় এবং সমিতি পরিচালনার জন্য গত ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে বিডি জবসের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করে যার হুবহু তথ্য নিম্নে তুলে ধরা হলো।


  • প্রতিষ্ঠানের নামঃ জনকল্যাণ একতা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ
  • অফিসের ঠিকানাঃ ৬৪/১, ড: মাইনুদ্দীন বাই লেইন, গলিছিপা পাড়া, হালিশহর, চট্টগ্রাম।
  • পদের নামঃ ফিল্ড এক্সিকিউটিভ।
  • শূন্যপদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

আবেদনের যোগ্যতাঃ


  • আবেদনকারী কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে।
  • আবেদনকারীর শিক্ষাগত সকল পরীক্ষায় অন্ততপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
  • ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এবং তাদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
  • সংশ্লিষ্ট কাজে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রত্যাশিত।

মাসিক বেতন ও সুবিধাদিঃ


চাকরিতে যোগদানের প্রথম ছয় মাস শিক্ষানবিশ কাল থাকতে এবং উক্ত সময়ে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৫,১০০ টাকা প্রদান করা হবে।


সফলভাবে শিক্ষানবিস কাল অতিবাহিত হলে চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,১০০ টাকা প্রদান করা হবে। 


আবেদনের নিয়মঃ এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীর সদ্যতোলা ছবি, পরিপূর্ণ সিভি, শিক্ষাগত সনদ, নিজের এনআইডি এবং বাবা-মায়ের এনাইডি সংযুক্ত করে নিম্নোক্ত ইমেইলে আবেদনপ্ত্র জমা দিতে হবে। 


ইমেইল এড্রেসঃ jonokollansomiti14622@gmail.com


আবেদনের শেষ তারিখঃ আগামী ২৪ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


এইচএসসি পাশে টিএমএসএস এনজিও নিয়োগ ২০২৩ঃ


গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে টিএমএসএস এনজিও এইচএসসি পাশ প্রার্থীদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে যার সারাংশ নিম্নরূপঃ


  • সংস্থার নামঃ টিএমএসএস এনজিও।
  • শূন্যপদের নামঃ লাইভলিহুড ফ্যাসিলিটেটর।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ৮২ টি।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ বরিশাল বিভাগ।
  • আবেদনের শেষ তারিখঃ ০১ অক্টোবর, ২০২৩ ইংরেজি।
  • বিস্তারিতঃ এখানে ক্লিক করুন


নিম্নে পড়ুন ২১৪০ টি শূন্যপদের জন্য এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৩।


বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ১৯৯২ সালে প্রতিষ্ঠিত “গণ উন্নয়ন সংস্থা” একটি স্বনামধন্য জনসেবা মূলক একটি এনজিও সংস্থা। সংস্থাটির বিভিন্ন কর্মসুচীর মধ্যে বৃক্ষ রোপণ, প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, কৃষি উন্নয়ন, নারী ও শিশুদের সামাজিক উন্নয়ন, ইত্যাদি অন্যতম। বর্তমানে সংস্থাটি তাদের কৃষি উন্নয়ন প্রকল্পের জন্য নিম্নলিখিত পদের জন্য বিশাল জনবল নিয়োগ দিবে বলে ঘোষণা করেছে।


  • প্রতিষ্টানের নামঃ গণ উন্নয়ন সংস্থা (PDS)।
  • প্রতিষ্টানের ঠিকানাঃ আব্দুর রব ভিলা, জামালপুর রোড, কাইতকাই, মধুপুর, টাংগাইল।
  • পদের নামঃ ফিল্ড ফ্যাসিলেটর।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ২১৪০ জন নিয়োগ দেওয়া হবে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম, চুক্তিভিত্তিক চাকরি।
  • কর্মস্থলঃ রাজশাহী এবং নওগাঁ।

Responsibilities of Today’s HSC Pass NGO Job Circular 2023:


  • প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা।
  • কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার জন্য কৃষকদের নিয়ে দল গঠন করা।
  • অনাবাদী জমিসমূহে চাষাবাদ শুরু করার জন্য কৃষকদের উৎসাহিত করা।
  • প্রতিমাসের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সকল কাজ করা।

Requirements of Today’s HSC Pass NGO Job Circular 2023:


  • আবেদনকারীদের অন্ততপক্ষে এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে।
  • আবেদনের জন্য গ্রহণযোগ্য বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৪০ বছর।
  • তবে, পূর্বে এমন কাজ করে থাকলে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
  • ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন, তবে মেয়েদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
  • কর্ম এলাকার স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রকল্পের মেয়াদ পাঁচ বছর, পরবর্তীতে নবায়ন করা হতে পারে।


উল্লেখ্য যে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ০৩ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং চাকরিতে যোগদানের পূর্বে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।

Salary and Benefits of Today’s HSC Pass NGO Job Circular 2023:


মাসিক বেতন হিসেবে ১০,০০০ টাকা হতে ১২,০০০ টাকা প্রদান করা হবে। প্রতিমাসের কাজের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে রয়েছে অতিরিক্ত উৎসাহ ভাতা। তাছাড়া রয়েছে নিম্নোক্ত সুবিধা সমূহঃ


  • মোবাইল বিল, ভ্রমণ ভাতা।
  • পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা।
  • বেতনের সমপরিমাণ ০২ টি উৎসব বোনাস।

Application Procedure of Today’s HSC Pass NGO Job Circular 2023:


প্রার্থীকে নিম্নোক্ত ঠিকানায় সত্যায়িত সকল কাগজপত্র, অর্থাৎ সিভি, এনআইডি, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক ও নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ার মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্রের সাথে "সোনালী ব্যাংক" মধুপুর,টাংগাইল শাখার "গন উন্নয়ন সংস্থা(PDS)" এর হিসাব নংঃ- (৬০১৮৬৩৩০০৮৫১১) এর অনূকূলে ২০০/= টাকার ব্যাংক ড্রাফ বা অনলাইনে জমা দিয়ে স্লিপ সংযুক্ত করতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ বরাবর প্রকল্প পরিচালক,গন উন্নয়ন সংস্থা। প্রধান কার্যালয়,ঠিকানাঃ- সাংবাদিক আব্দুর রব ভিলা (নীচতলা),জামালপুর রোড,কাইতকাই,মধুপুর,টাংগাইল। অথবা, লেয়াজু অফিসঃ- হাউজ নং-১০ (নীচতলা),রোড নং-০২, শ্যামলী,ঢাকা।

আরও পড়ুনঃ এইচএসসি পাশে বেসরকারি চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৩ ইংরেজি। (জব সোর্সঃ বিডি জবস।)


আশা করছি, আজকের HSC Pass NGO Job Circular 2023 এর সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। নিয়মিত এমন চাকরির সংবাদ পেতে ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ


Tag: NGO Job Circular 2023, HSC Pass NGO Job Circular 2023, HSC Pass Job Circular 2023, এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৩, এইচএসসি পাশে চাকরি ২০২৩


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url