ভালো বেতনে রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ RIC NGO Job Circular 2023 Apply Here!!!

এই চাকরির খবরের বিষয়ঃ RIC NGO Job Circular 2023, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


RIC-NGO-Job-Circular-2023, রিক-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s RIC NGO Job Circular 2023:

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে নিম্নোক্ত পদে ক্ষুদ্রঋণ কর্মসূচীর জন্য বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে।


  • সংস্থার নামঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
  • অফিসের ঠিকানাঃ প্লট নম্বর- ৮৮/এ/ক, রোড নম্বর- ০৭/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
  • পদের নামঃ ক্রেডিট অফিসার।
  • শূন্যপদের নামঃ সর্বমোট পঞ্চাশ (৫০) টি।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট, চট্টগ্রাম (চকবাজার), কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী,এবং ব্রাহ্মণবাড়িয়া।

Responsibilities of Today’s RIC NGO Job Circular 2023:


  • ঋণ প্রদানের জন্য সমিতি গঠন করা।
  • সংস্থার নিয়মঅনুযায়ী সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা।
  • সদস্যদের নিকট হতে সঠিক সময়ে প্রদানকৃত ঋণ আদায় করা।
  • সপ্তাহে ০১ দিন স্টাফ মিটিং-এ অংশগ্রহণ করা।
  • তাছাড়া, ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজও করা।

Requirements of Today’s RIC NGO Job Circular 2023:


  • উক্ত পদের জন্য আবেদনকারীদের এইচএসসি পাশ হতে হবে।
  • আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থাকতে হবে।
  • ছেলে এবং মেয়ে সবাই আবেদন করার অনুমোদন রয়েছে।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরবাইক চালানো জানতে হবে।
  • বর্ণিত কর্ম এলাকায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Salary and Benefits of Today’s RIC NGO Job Circular 2023:


মাসিক বেতন হিসেবে ২৭,৭৫০ টাকা হতে ৩০,৮৭৫ টাকা প্রদান করা হবে। অন্যান্য যে সুবিধা প্রদান করা হবে তা হলোঃ-


  • বার্ষিক ০৩ টি উৎসব বোনাস।
  • দুপুরের খাবারের ভাতা।
  • মোবাইল এবং ইন্টারনেট ভাতা।
  • প্রভিডেন্ট ফান্ড এবং লোন সুবিধা।
  • পরিবারের লোকজনের জন্য চিকিৎসা ভাতা।
  • জীবন যাত্রার ব্যয় ভাতা।
  • মোবাইল, ল্যাপটপ, মোটরবাইক লোন সুবিধা।
  • তাছাড়া, সংস্থার পলিসি মোতাবেক আরও সুবিধা প্রদান করা হবে।

Application Procedure of Today’s RIC NGO Job Circular 2023:


এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নোক্ত ইমেইল এদ্রেসে তাদের সিভি জমা দিতে হবে। আবেদন করার পর সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় চাকরির পরীক্ষার ব্যবস্থা করা হবে।


ইমেইল এড্রেসঃ hr@ric-bd.org

আরও পড়ুনঃ গ্রামীণ ব্যাংকের চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ আগামী ১১ নভেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, আজকের রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। পরবর্তীতে এরকম চাকরির খবর খুঁজতে ভিজিত করুন bengalnawab.com এই ওয়েবসাইট। ধন্যবাদ।


Tag: RIC NGO Job Circular 2023, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Next Post Previous Post
1 Comments
  • s khan
    s khan December 1, 2023 at 10:36 AM

    এপ্লিকেশন করছিলাম ডাকযোগে, তা হলে কি আমাকে ডাকবে?

Add Comment
comment url