৩৯০ টি শূন্যপদের জন্য টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ TMSS Job Circular 2023 !!!
এই চাকরির খবরের বিষয়ঃ TMSS Job Circular 2023, TMSS NGO Job Circular 2023, TMSS Field Supervisor Job Circular 2023, টিএমএসএস নিয়োগ ২০২৩, টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, টিএমএসএস ফিল্ড সুপারভাইজার নিয়োগ ২০২৩।
আজকের টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ
চাকরি প্রত্যাশীদের জন্য ভালো বেতন অফার করে টিএমএসএস আবারও ঘোষণা করলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। খুব সহজ শর্তে আবেদনের সুযোগ দিয়ে বিশাল সংখ্যক কর্মী নিয়োগ দিবে সংস্থার নির্ধারিত এলাকায় ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য।
Bengal Nawab এর পাঠকদের সম্প্রতি ঘোষিত টিএমএসএস নিয়োগ ২০২৩ সম্পর্কে A to Z ধারণা দেওয়ার জন্য প্রকাশ করা হলো আজকের এই চাকরির খবর।
গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে টিএমএসএস এনজিও বরিশাল বিভাগের জন্য সর্বমোট ৯০ টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। আবেদনের সুযোগ রয়েছে এইচএসসি থেকে স্নাতকোত্তর পাশ প্রার্থীদের জন্য। নিয়োগের সারাংশসহ অফিসিয়াল সার্কুলার নিম্নে তুলে ধরা হলোঃ-
প্রথম পদের নামঃ ডিভিশনাল কো-অর্ডিনেটর। এই পদের ক্ষেত্রে পটুয়াখালীর জন্য ০১ জন এবং ঝালকাঠির জন্য ০১ জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে এবং বয়স ৪০ বছরের নিচে হলে আবেদন করা যাবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা প্রদান করা হবে। এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজের ০৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে।
দ্বিতীয় পদের নামঃ লাইভলিহুড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর। এই পদের ক্ষেত্রে বরগুনার জন্য ০২ জন, ভোলার জন্য ০২ জন এবং পিরোজপুরের জন্য ০২ জন নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর পাশ এবং ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের উপর ০২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। মাসিক বেতন হিসেবে সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা প্রদান করা হবে।
তৃতীয় এবং সর্বশেষ পদের নামঃ লাইভলিহুড ফ্যাসিলিটেটর। সর্বমোট ৮২ টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। যার মধ্যে বরিশালের মুলাদির জন্য ১৭ জন, পিরোজপুরের নাজিরপুরের জন্য ১০ জন, ঝালকাঠির নলসিটির জন্য ১৪ জন, পটুয়াখালী সদরের জন্য ১৬ জন, বরগুনার আমতলীর জন্য ১১ জন এবং ভোলা সদরের জন্য ১৪ জন নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন এইচএসসি পাশে আবেদন করা যাবে এই পদের জন্য এবং আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩৫ বছর। অভিজ্ঞতা ছাড়াই প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,৫০০ টাকা ঘোষণা করা হয়েছে।
আবেদনের নিয়মঃ চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রের হার্ডকপি টিএমএসএস বরিশাল ডোমেইন অফিসের পরিচালক (এইচআরএম এন্ড এডমিন) বরাবর প্রেরণ করতে হবে। আবেদনের সম্পূর্ণ নির্দেশনা নিম্নে সংযুক্ত অফিসিয়াল সার্কুলারে পড়ুন।
আবেদনের শেষ তারিখঃ ০১ অক্টোবর, ২০২৩ ইংরেজি।
নিম্নে রয়েছে বিগত দিনের ৩০০ পদের জন্য টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
- পদের নামঃ ফিল্ড সুপারভাইজার (FS)।
- শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট তিনশত (৩০০) টি।
- প্রকল্পের নামঃ এইচইএম অপারেশন-০৩।
- চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
- কর্মস্থলঃ রাজশাহী।
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদনের শর্তসমূহঃ
কি কি শর্ত পূরণের সাপেক্ষে আজকের টিএমএসএস নিয়োগে বর্ণিত পদে আবেদন করতে পারবেন তা নিম্নে উল্লেখ করা হলোঃ-
- আবেদনকারীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
- অনভিজ্ঞদের জন্য আবেদনের বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
- দুই বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।
- ক্ষুদ্রঋণ সম্পকৃত কোন কোর্স সম্পন্ন করা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
- বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ অনায়াসে আবেদন করতে পারবেন।
টিএমএসএস নিয়োগ ২০২৩ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাসমূহঃ
- অনভিজ্ঞদের জন্য প্রথম ০৬ মাস পর্যন্ত মাসিক বেতন ২৯,৪০০ টাকা থাকবে।
- ছয় মাস অতিবাহিত হওয়ার পর চাকরি স্থায়ীকরণ হলে বেতন ৩২,৪৪৫ টাকা হবে।
- চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
- অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের মাসিক বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
আজকের টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি/ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র চিঠি আকারে প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- তিন কপি ছবি (পাসপোর্ট সাইজের)।
- শিক্ষাগত সনদের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (যদি থাকে)।
- সক্রিয় ফোন নম্বর এবং ইমেইল উল্লেখ করে জীবনবৃত্তান্ত।
আবেদনের ফিঃ ২০০ টাকা।
চিঠি পাঠানোর ঠিকানাঃ পরিচালক (এইচআরএম এন্ড এডমিন), টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নম্বর-০৩, বাসা নম্বর- ২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী।
আরও পড়ুনঃ সৃজনী ফাউন্ডেশন এনজিওতে চাকরির খবর।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।
আশা করছি, আজকের টিএমএসএস এনজিও নিয়োগ ২০২৩ এর মাধ্যমে আপনার কর্মজীবনের ভাল একটি সূচনা করতে সক্ষম হবেন। পরবর্তীতে এরকম চাকরির খবর পেতে অবশ্যই ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।
Tag: TMSS Job Circular 2023, TMSS NGO Job Circular 2023, TMSS Field Supervisor Job Circular 2023, টিএমএসএস নিয়োগ ২০২৩, টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, টিএমএসএস ফিল্ড সুপারভাইজার নিয়োগ ২০২৩।