362 Vacancies HSC Pass Job Circular 2023: সুযোগ রয়েছে বাসা থেকে কাজ করার !!!

এই চাকরির খবরের বিষয়ঃ HSC Pass Job Circular 2023, HSC Pass Job Circular 2023 in Dhaka, HSC Pass Job Circular 2023 Work From Home Opportunity, HSC Pass Job Circular 2023 for Both Male and Female.


HSC-Pass-Job-Circular-2023, HSC-Pass-Job-Circular-2023-in-Dhaka

Today’s HSC Pass Job Circular 2023 for You:

Sales and Marketing HSC Pass Job Circular 2023:


  • প্রতিষ্টানের নামঃ এশিয়া কার বিডি লিমিটেড।
  • পদের নামঃ টেরিটরি সেলস অফিসার। 
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ১২ টি।
  • চাকরির ধরনঃ ফুল টাইম চাকরি।
  • কর্মস্থলঃ দেশের যেকোন স্থানে।
  • মাসিক বেতনঃ ১৮,০০০ টাকা+ অন্যান্য সুবিধা।
  • আবেদনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩ ইংরেজি।
  • বিস্তারিত তথ্যঃ এখানে ক্লিক করুন


Data Entry HSC Pass Job Circular 2023:


“আইআইএমএল” আন্তর্জাতিকভাবে পরিচালিত স্বনামধন্য একটি আইটি প্রতিষ্ঠান, যাদের অফিস বাংলাদেশসহ সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া এবং আমেরিকায় রয়েছে। দীর্ঘ ২৭ বছর যাবত আইটি সেক্টরের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান এবং এসব প্রজেক্টে বিভিন্ন দেশ থেকে বর্তমানে প্রায় ৭,০০০ এর অধিক লোক কাজ করছে।


সম্প্রতি এই প্রতিষ্ঠান একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে যে, তাদের ডাটা এন্ট্রি প্রজেক্টের জন্য বিশাল সংখ্যক বাংলাদেশি জনবল নিয়োগ দিবে, যার বিস্তারিত তথ্য নিম্নে তুলে ধরা হলো।


  • প্রতিষ্টানের নামঃ ইনটেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড (IIML)।
  • বাংলাদেশ অফিসঃ স্কিল হাউজ, ক-৩২/২, প্রগতি সরণি, ঢাকা-১২১২। 
  • পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (প্রজেক্ট- HW)। 
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট তিনশত পঞ্চাশ (৩৫০) টি।
  • চাকরির ধরনঃ ফুল টাইম চাকরি।
  • কর্মস্থলঃ নিজ বাসায়/ অফিসে।
  • কর্মঘন্টাঃ ০৮ থেকে ১০ ঘণ্টা।
  • মাসিক বেতনঃ কর্মঘন্টা এবং সম্পন্ন কাজের উপর নির্ভরশীল।

Key Responsibilities of Today’s HSC Pass Job Circular 2023:


  • উপরোক্ত শূন্যপদের মূল দায়িত্ব হচ্ছে ইংরেজিতে ডাটা এন্ট্রি করা।
  • কোম্পানির নির্দেশনা অনুযায়ী নির্ভুলভাবে কম্পিউটারের মাধ্যমে ডাটা এন্ট্রি করা।
  • সময়মত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কাজ সাবমিট করা। 

Requirements of Today’s HSC Pass Job Circular 2023:


  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা/সমমান হতে হবে।
  • ছেলে এবং মেয়ে সবার আবেদনের সুযোগ রয়েছে যাদের বয়স কমপক্ষে ১৮ বছর।
  • ডাটা এন্ট্রি, কম্পিউটার টাইপিং, বেসিক ইংলিশ ইত্যাদির দক্ষতা থাকতে হবে।


উল্লেখ্য যে, বাছাইকৃত প্রার্থীদের ফ্রিতে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং অন্যের সহযোগিতা ছাড়া নিজ থেকে কাজ করতে পারার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত অফিসে কাজ করতে হবে, পর্বরতীতে নিজ বাসা থেকে কাজ করতে পারবেন।

Home Office Hardware Requirements of Today’s HSC Pass Job Circular 2023:


আবেদনকারীর বাসায় মোটামুটি স্পীডের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। নিজস্ব কম্পিউটার থাকতে হবে, যার মিনিমাম কনফিগারেশন হতে হবে নিম্নরূপঃ


  • অপারেটিং সিস্টেম- উইন্ডোজ ১০ প্রো, ৬৪ বিট।
  • প্রসেসর- কোর আই ০৩, থার্ড জেনারেশন।
  • র‍্যাম- ০৪ জিবি।

Application Procedure of Today’s HSC Pass Job Circular 2023:


প্রার্থীদের নিজ ছবিসহ সিভি নিম্নোক্ত ইমেলেইলে প্রেরণ করতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে পদের নাম এবং প্রজেক্টের নাম (Data Entry Operator, Project-HW) উল্লেখ করে দিতে হবে।


ইমেইল এড্রেসঃ jobs@iimdirect.com


আরও পড়ুনঃ এইচএসসি পাশে এনজিও চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি আজকের HSC Pass Job Circular 2023 এর খবর পেয়ে আপনি উপকৃত হয়েছেন। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।


Tag: HSC Pass Job Circular 2023, HSC Pass Job Circular 2023 in Dhaka, HSC Pass Job Circular 2023 Work From Home Opportunity, HSC Pass Job Circular 2023 for Both Male and Female.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url