Recent CSS NGO Job Circular 2023: সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ !!!

এই চাকরির খবরের বিষয়ঃ NGO Job Circular 2023, CSS NGO Job Circular 2023, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


CSS-NGO-Job-Circular-2023, সিএসএস-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s CSS NGO Job Circular 2023:

আজকের এই চাকরির খবরের মাধ্যমে চলমান CSS NGO Job Circular 2023 এর শূন্যপদ সম্পর্কে তথ্য এবং এই চাকরিতে আবেদন করার পূর্বে যেসকল তথ্য জানা জরুরী সেসম্পর্কে আলোচনা করা হয়েছে।


সম্পূর্ণ চাকরির খবর পড়ার পর বুঝতে পারবেন, কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, চাকরিতে যোগদানের পর কি কি দায়িত্ব পালন করতে হবে এবং এই পদে চাকরি করলে কি কি সুবিধা পাওয়া যাবে।


  • পদের নামঃ রিজিওনাল ম্যানেজার।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট পাঁচটি শূন্যপদ রয়েছে।
  • চাকরির ধরনঃ ইহা একটি ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ দেশের যেকোন জায়গায়।

Job Responsibilities of Today’s CSS NGO Job Circular 2023:


  • সংস্থার অফিসের সকল কাজ, যেমনঃ তহবিল ব্যবস্থাপনা করা, ব্যাংক হিসাব পরিচালনা করা, সকল ভাউচার চেক করা, বিল অনুমোদন করা, ভাড়ার চুক্তিপত্র সম্পাদন করা ইত্যাদি।
  • সংস্থার কর্মীদের সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং প্রয়োজনে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা।
  • শাখার প্রতিবেদন প্রস্তুত করতে অন্যদের সহযোগিতা করা।
  • সর্বদা সংস্থার কর্ম এলাকা বৃদ্ধিতে অবদান রাখা।
  • সংস্থার পরিকল্পনা প্রস্তুত করতে এবং সেই অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা।
  • ঋণ বিতরণ এবং সকল প্রকার আয়-ব্যয়ের তদারকি করা।
  • ঋণ খেলাপির ক্ষেত্রে ঋণ আদায়ে অবদান রাখা। 

Requirements of Today’s CSS NGO Job Circular 2023:


  • আবেদনকারীকে যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ হতে হবে।
  • পুরুষ এবং মহিলা সবার জন্য এই পদে আবেদনের সুযোগ রয়েছে।
  • প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে থাকতে হবে।
  • অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে আবেদনের কোন বয়সসীমা নেই।
  • সংশ্লিষ্ট কাজের উপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ক্ষুদ্র ঋণ এর উপর প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Salary and Benefits of Today’s CSS NGO Job Circular 2023:


এই পদের জন্য মাসিক বেতন প্রার্থীর দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। মাসিক বেতনের সাথে একজন চাকরিজীবীকে যেসব সুবিধা প্রদান করা হবে তা নিম্নরূপঃ


  • মোট বেতনের সমপরিমাণ বাৎসরিক একটি উৎসব বোনাস।
  • দূরত্ব ভাতা, ক্রেডিট ভাতা, মোবাইল বিল,ভ্রমণ ভাতা, জ্বালানী বিল।
  • বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বীমা সুবিধা।
  • তাছাড়া, কর্মী সহায়তা আর্থিক সুবিধা, শিক্ষা সহায়তা আর্থিক সুবিধা প্রদান করা হবে। 

Application Procedure of Today’s CSS NGO Job Circular 2023:


এই চাকরিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জীবনবৃত্তান্ত নিমোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানাঃ

পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা।

আবেদনের পূর্বে জানা উচিতঃ


  • চাকরিতে যোগদানের সময় প্রার্থীর অভিভাবকদের নিকট হতে অঙ্গিকারনামা জমা দিতে হবে।
  • চাকরিতে যোগদানের পুর্বে ২০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
  • আজকের চাকরির জন্য ইমেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে না।
  • প্রার্থীর কোন আত্মীয়স্বজন সংস্থায় চাকরিরত থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
  • আবেদনের জন্য খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ তারিখঃ ০৭ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।


আরও পড়ুনঃ জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে চাকরির খবর


আশা করছি, আজকের CSS NGO Job Circular 2023 এর সকল গুরুত্বপূর্ণ তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। পরবর্তী সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন bengalnawab.com। ধন্যবাদ।


Tag: NGO Job Circular 2023, CSS NGO Job Circular 2023, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url