👉Newly Published SEEP NGO Job Circular 2023: সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩!

এই চাকরির খবরের বিষয়বস্তুঃ NGO Job Circular 2023, SEEP NGO Job Circular 2023, সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


SEEP-NGO-Job-Circular-2023, সিপ-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s SEEP NGO Job Circular 2023:

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা, সোশ্যাল এন্ড ইকোনমিক্স ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) দেশের প্রান্তিক জনগণের আর্থ সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিমোক্ত পদে এবং অঞ্চলে কর্মী নিয়োগ দিবে বলে ঘোষণা করেছে।


সর্বমোট কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি শর্তে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে জানতে সম্পূর্ণ খবর ভালো করে পড়ে চাকরিতে আবেদন করার পরামর্শ রইলো।


সিপ এনজিও নিয়োগের চলমান শূন্যপদের তথ্যঃ


গত ১৪ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে ক্রেডিট অফিসার পদের জন্য সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করে। সার্কুলার অনুযায়ী শূন্যপদ রয়েছে সর্বমোট ১০০ টি। উক্ত পদে নতুনদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে সংস্থার ইমেইলে সকল ডকুমেন্ট জমা দিতে হবে।  আবেদনের নিয়ম ও ইমেইল এড্রেস জানতে নিম্নে উল্লেখিত "অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার" পদের নিয়োগটি পড়ুন।


আজকের নিয়োগের অফিসিয়াল সার্কুলার এখানে সংযুক্ত করা হলোঃ-


SEEP NGO Job Circular 2023, সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

০৭ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিম্নে প্রদান করা হলোঃ-


 • পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার।
 • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ১০০ জন লোক নিয়োগ দেওয়া হবে।
 • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
 • কর্মস্থলঃ ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ।
 • আবেদনের যোগ্যতাসমূহঃ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ হতে হবে, স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে মাইক্রোফাইন্যান্স কাজের উপর অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। উল্লেখ্য যে, আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
 • মাসিক বেতন ও সুবিধাসমূহঃ চাকরিতে যোগদানের প্রথম ছয় মাস শিক্ষানবিশ কাল পর্যন্ত মাসিক বেতন ১৫,০০০ টাকা প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল অতিবাহিত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক বেতন সর্বসাকুল্যে ১৯,৭৩০ টাকা প্রদান করা হবে। তাছাড়া রয়েছে প্রতিদিন ৬০ টাকা খাদ্য ভাতা, ০২ টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সকল সুবিধাসমূহ। 
 • আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ সিভি, সদ্যতোলা ছবি, শিক্ষাগত সনদের কপি, এনআইডি'র কপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ থাকলে ইহার কপি সংযুক্ত করে নিম্নের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। 
 • ইমেইল এড্রেসঃ  seephrd.cv@gmail.com
 • আবেদনের শেষ তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩ ইংরেজি।


সিপ এনজিও এর পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ


 • পদের নামঃ ক্রেডিট অফিসার, শাখা ব্যবস্থাপক, এবং এরিয়া ম্যানেজার।
 • শূন্যপদের সংখ্যাঃ তিনটি পদ মিলে সর্বমোট ৪৫ টি, অর্থাৎ ক্রেডিট অফিসার পদের জন্য ২০ টি, শাখা ব্যবস্থাপক পদের জন্য ২০ টি এবং এরিয়া ম্যানেজার পদের জন্য ০৫ টি শূন্যপদ রয়েছে।
 • চাকরির ধরনঃ ইহা একটি ফুল-টাইম চাকরি।
 • কর্মস্থলঃ ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ।

Requirements of Today’s SEEP NGO Job Circular 2023:


নিম্নে প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা পৃথকভাবে উল্লেখ করা হলোঃ-


১। ক্রেডিট অফিসার পদের জন্য আবেদনের যোগ্যতাসমূহঃ


 • আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
 • মোটরবাইক চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
 • কম্পিউটার চালানো এবং সফটওয়্যার অপারেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • বর্তমানে কোন সংস্থায় কাজ করছেন শুধু তারাই আবেদন করতে পারবেন।
 • অধিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
 • সংশ্লিষ্ট কাজের উপর ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২। শাখা ব্যবস্থাপক পদের জন্য আবেদনের যোগ্যতাসমূহঃ


উপরোক্ত ক্রেডিট অফিসার পদের আবেদনের শর্তের মত একই থাকবে, শুধু আবেদনের বয়সীমা ৪২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।


৩। এরিয়া ম্যানেজার পদের জন্য আবেদনের যোগ্যতাসমূহঃ


 • প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৪ বছরের মধ্যে হতে হবে।
 • সংশ্লিষ্ট কাজের উপর ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 • অন্যান্য শর্তসমূহ প্রথম পদের মত একই থাকবে।


উল্লেখ্য যে,  উপরোক্ত কোন পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থীর জেন্ডার সম্পর্কে আলাদাভাবে কোন শর্তের কথা বলা হয়নি।

Salary and Benefits of Today’s SEEP NGO Job Circular 2023:


১। ক্রেডিট অফিসার পদের বেতনঃ প্রথম ০৬ মাস শিক্ষানবিশ কাল পর্যন্ত ২০,৭১০ টাকা এবং পরবর্তীতে ২২,১৫৯ থেকে ২৫,২৬২ টাকা বেতন আলোচনার মাধ্যমে প্রদান করা হবে।


২। শাখা ব্যাবস্থাপক পদের বেতনঃ প্রথম ০৬ মাস শিক্ষানবিশ কাল পর্যন্ত ২৯,১৬৬ টাকা এবং পরবর্তীতে ৩১,২০৯ থেকে ৩৫,৫৭৯ টাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।


৩। এরিয়া ম্যানেজার পদের বেতনঃ প্রথম ০৬ মাস শিক্ষানবিশ কাল পর্যন্ত ৪২,১৮০ টাকা এবং পরবর্তীতে ৪৫,১৩৩ থেকে ৪৮.০৮৫ টাকা বেতন আলোচনার মাধ্যমে প্রদান করা হবে।

বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার পলিসি মোতাবেক প্রদান করা হবে।

Application Procedure of Today’s SEEP NGO Job Circular 2023:


চাকরিতে আবেদনের পূর্বে যেসব তথ্য একজন প্রার্থীর জানা উচিতঃ-


 • সকল পদের ক্ষেত্রে চাকরিতে যোগদানের সময় ১০০ টাকার ০৩ টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ০২ জন জামিনদার নিযুক্ত করতে হবে।
 • ক্রেডিট অফিসার পদের জন্য চাকরিতে যোগদানের সময় ১৫,০০০ টাকা জামানাত প্রয়োজন।
 • শাখা ব্যবস্থাপক পদের জন্য চাকরিতে যোগদানের সময় ৩০,০০০ টাকা জামানাত প্রয়োজন।
 • এবং এরিয়া ম্যানেজার পদের জন্যও ৩০,০০০ টাকা জামানাত প্রদান করতে হবে।


যেকোন পদে চাকরিতে আবেদন করতে প্রথমে সংস্থা প্রদত্ত একটি ফরম অনলাইনে পূরণ করে সাবমিট করতে হবে। ফরমের মাধ্যমে প্রার্থীর প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করার পাশাপাশি সিভি আপলোড করতে হবে।


অনলাইনে ফরম ফিলআপ করতে নিম্নের Apply Now লেখায় ক্লিক করে ফরমে এক্সেস করুন।

Apply Now


ফরম ফিলআপ করা সম্পন্ন হয়ে গেলে নিম্নে প্রদত্ত কাগজপত্র সাথে নিয়ে সরাসরি ইন্টারভিউতে (Walk In Interview) অংশগ্রহণ করতে হবে। 


যেসব কাগজপত্র সাথে নিয়ে যেতে হবেঃ


 • প্রার্থীর নিজ হাতে লেখা আবেদনপত্র।
 • ইমেইল এবং মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত।
 • পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি।
 • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
 • সকল শিক্ষাগত সনদের ফটোকপি।
 • অভিজ্ঞতা সনদের ফটোকপি।
 • প্রশিক্ষণ সনদের ফটোকপি (যদি থাকে)।


ইন্টারভিউয়ের ঠিকানাঃ সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ, বাসা নং- ০৫, রোড নং- ০৪, ব্লক নং- এ, সেকশন নং- ১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা -১২১৬।


সহজে অফিসে পৌঁছানোর নির্দেশনাঃ মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ডে নামার পর ব্র্যাক ব্যাংকের পাশের ০২ টি বিল্ডিং এর পরের বিল্ডিং এর ৩য় তলা।


আরও পড়ুনঃ এফএইচপি এনজিওতে চাকরির খবর


ইন্টারভিউয়ের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


আশা করছি SEEP NGO Job Circular 2023 এর সকল তথ্য আজকের এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। এরকম চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।


Tag: NGO Job Circular 2023, SEEP NGO Job Circular 2023, সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। 


Next Post Previous Post
3 Comments
 • Alman khan Rony
  Alman khan Rony March 24, 2023 at 10:22 PM

  Apply system ki

  • MTM
   MTM March 25, 2023 at 1:43 AM

   একটি ইমেইল এড্রেস উল্লেখ করা আছে, এই ইমেইলে সিভি জমা দিতে হবে। তবে, তার আগে ভালো করে দেখে নিন যে, এই চাকরিতে আবেদনের মেয়াদ এখনো আছে কি না। ধন্যবাদ।

 • Salman
  Salman October 8, 2023 at 10:49 PM

  সালমান

Add Comment
comment url