380 Vacancies FHP NGO Job Circular 2023: এফএইচপি এনজিও নিয়োগ ২০২৩।

এই চাকরির খবরের বিষয়ঃ FHP NGO Job Circular 2023, এফএইচপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


FHP-NGO-Job-Circular-2023, এফএইচপি-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s FHP NGO Job Circular 2023:

এফএইচপি এনজিও গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ ইংরেজি তারিখে সর্বমোট ৩৮০ টি শূন্যপদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে যার বিস্তারিত তথ্য আজকের এই চাকরির খবরের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।


  • সংস্থার নামঃ সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি)। 
  • শূন্যপদের সংখ্যাঃ তিনটি ক্যাটাগরিতে ৩৮০ জন।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম।
  • কর্মস্থলঃ কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং ঢাকা জেলা।


প্রথম পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক।

শূন্যপদের সংখ্যাঃ নব্বই (৯০) টি।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/স্নাতক/সমমান।

বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর।

প্রশিক্ষণ শেষে বেতনঃ কমপক্ষে ২২,৫৬৮ টাকা *+ অন্যান্য সুবিধা।


দ্বিতীয় পদের নামঃ জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক।

শূন্যপদের সংখ্যাঃ একশত পাঁচ (১০৫) টি।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান পাশ।

বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৪ বছর।

প্রশিক্ষণ শেষে বেতনঃ কমপক্ষে ২০,৮৪০ টাকা + অন্যান্য সুবিধা।


তৃতীয় পদের নামঃ কর্মসূচী সংগঠক।

শূন্যপদের সংখ্যাঃ একশত পঁচাশি (১৮৫) টি।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাশ।

বয়সসীমাঃ ২০ থেকে ৩২ বছর।

প্রশিক্ষণ শেষে বেতনঃ কমপক্ষে ১৯,৪০০ টাকা + অন্যান্য সুবিধা।


উল্লেখ্য যে, উপরোক্ত কোন পদের জন্যই অভিজ্ঞতার কথা বলা হয়নি, সুতরাং অনভিজ্ঞরা অনায়াসে আবেদন করতে পারবেন।

Conditions of Today’s FHP NGO Job Circular 2023:


  • প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্তরা একমাস সাতদিনের প্রশিক্ষনে অংশগ্রহণ করতে হবে।
  • প্রশিক্ষণ চলাকালীন সময়ে শুধুমাত্র মাসিক ভাতা হিসেবে ৬,০০০ টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে।
  • সফলভাবে প্রশিক্ষাণকাল অতিবাহিত করার পর চাকরিতে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
  • চূড়ান্ত নিয়োগের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, একক আবাসন সুবিধা ইত্যাদি প্রদান করা হবে।
  • নিয়োগপ্রাপ্তরা বাইসাইকেল/মোটরবাইক চালিয়ে কাজ করতে হবে।

Application Procedure of Today’s FHP NGO Job Circular 2023:


আগ্রহী প্রার্থীরা তাদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবিসহ, ০২ জন পরিচয়দানকারীর নাম, পরিচয়, ঠিকানা ইত্যাদি উল্লেখ করে জীবনবৃত্তান্ত, এনআইডি এবং সকল শিক্ষাগত সনদ ও প্রশংসাপত্রের ফটোকপি সংযুক্ত করে নিজহাতে আবেদনপত্র লিখে নিম্নোক্ত ঠিকানায় যেকোন মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ বিভাগীয় প্রধান, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি), প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ। অথবা, লিয়াজো অফিস ব্লক-এ, রোড নম্বর- ০৩, বাড়ি নম্বর- ০৯, বনশ্রী, রামপুরা, ঢাকা- ১২১৯।

আরও পড়ুনঃ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের চাকরির খবর


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ আগামী ২২ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


আশা করছি আজকের FHP NGO Job Circular 2023 এর সকল তথ্য আপনি এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। এরকম ভালো ভালো সংস্থার চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন bengalnawab.com। ধন্যবাদ।


Tag: FHP NGO Job Circular 2023, এফএইচপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url