Latest Job in Sylhet 2023: আজকের সিলেটের চাকরির খবর ২০২৩!!!

এই চাকরির খবরের বিষয়ঃ Job in Sylhet 2023, সিলেটের চাকরির খবর ২০২৩, Sylhet Job Circular 2023, Sylhet Job News 2023।


Job-in-Sylhet-2023, সিলেটের-চাকরির-খবর-২০২৩, Sylhet-Job-Circular-2023, Sylhet-Job-News-2023

আজকের সিলেটের চাকরির খবর ২০২৩ঃ (Job in Sylhet 2023)।

এই চাকরির খবরের মাধ্যমে আমাদের পাঠকদের জন্য সিলেট অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, বিশেষকরে প্রাইভেট এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট শহরসহ সমস্ত বিভাগের জন্য প্রকাশিত হয়েছে, সেগুলোই এখানেই তুলে ধরা হয়েছে।


বেঙ্গল নওয়াব ডটকম চাকরির খবর প্রকাশের ক্ষেত্রে সর্বদা নিয়োগকর্তার স্বচ্ছতা এবং চাকরির উৎসের বিশ্বস্ততার উপর জোর দিয়ে থাকে, তাই শুধুমাত্র নির্ভেজাল এবং বাছাইকৃত চাকরির খবরই এখানে নিয়মিত প্রকাশ করা হবে।


বাছাইকৃত এসব চাকরির খবরের মধ্য থেকে আপনাদের জন্য আজকের সুযোগগুলো নিম্নরূপঃ-


  • প্রতিষ্ঠানের নামঃ তাজ প্রিমিয়াম টি।
  • পদের নামঃ সিইও এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
  • শূন্যপদের সংখ্যাঃ একটি মাত্র পদ রয়েছে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট সদর।


মূল দায়িত্বসমূহঃ


  • সিইও এর সকল অফিসিয়াল কাজ এবং ব্যাংকিং লেনদেনে সহযোগিতা করা।
  • বিভিন্ন অফিস এবং জায়গায় সিইও এর সাথে যাতায়াত করা।
  • সিইও এর পক্ষ থেকে বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টদের কাছে জিনিসপত্র পৌঁছে দেওয়া। 
  • প্রয়োজনে প্রতিষ্ঠানের কারখানায় ভিজিট করা।

আবেদনের যোগ্যতাসমূহঃ


  • আবেদনকারী এইচএসসি পাশ হতে হবে।
  • শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন যাদের বয়স অনূর্ধ্ব ২৫ বছর।
  • অফিসিয়াল কাজকর্ম, কম্পিউটার চালানো এবং মাইক্রোসফট অফিসের কাজ জানতে হবে।
  • মোটরবাইক চালানো জানতে হবে।
  • ফরমাল ড্রেস পরে অফিস করতে হবে।
  • অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন ও সুবিধাঃ


মাসিক বেতন হিসেবে ৮,০০০ টাকা হতে ১০,০০০ টাকা প্রদান করা হবে। সাথে থাকছেঃ-


  • পারফরম্যান্স বোনাস।
  • যাতায়াত ভাতা এবং মোবাইল বিল।
  • ভ্রমণ ভাতা সুবিধা।
  • শিক্ষানবিশ কাল শেষে বৎসরে ০২ টি উৎসব বোনাস সুবিধা।


আবেদনের নিয়মঃ এই চাকরিতে আবেদন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় প্রার্থীর সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।


সিভি পাঠানোর ঠিকানাঃ তাজ প্রিমিয়াম টি, তাজ ভিলা, টিলাগড়, সিলেট।


আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


নিম্নে রয়েছে আরও সিলেটের চাকরির খবর।


  • প্রতিষ্ঠানের নামঃ মক্কা মোকাররামা ওভারসীজ।
  • অফিসের ঠিকানাঃ লেভেল-০৭, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।
  • শূন্যপদের নামঃ কম্পিউটার অপারেটর।
  • শূন্যপদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট।

আজকের সিলেটের চাকরির খবর ২০২৩ এর দায়িত্বসমূহঃ


  • অনলাইনে ভিসা আবেদনের জন্য যাবতীয় কাজ করা।
  • দক্ষতার সহিত ইন্টারনেট ব্রাউজিং করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা।
  • বাংলা এবং ইংরেজিতে টাইপিং করে ভিসা আবেদন কার্য সম্পাদন করা।

আজকের সিলেটের চাকরির খবর ২০২৩ এর আবেদনের শর্ত বা যোগ্যতা সমূহঃ


  • আবেদনকারীদের এইচএসসি বা স্নাতক পাশ হতে হবে।
  • কম্পিউটারে ভালো টাইপিং জানতে হবে।
  • যোগাযোগের দক্ষতা ভালো হতে হবে।
  • প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
  • শুধুমাত্র ছেলেরা এই পদে আবেদন করতে পারবেন।
  • অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।

Salary and Benefits of Today’s Job in Sylhet 2023:


এই পদের জন্য মাসিক বেতন ইন্টারভিউয়ের দিন উপস্থিত হয়ে প্রার্থীর বিভিন্ন দিক বিবেচনা করে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রতিষ্টানের পলিসির উপর নির্ভর করবে।

Application Procedure of Today’s Sylhet Job Circular 2023:


আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিভি নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।


ইমেইল এড্রেসঃ makkahmukarramah12@gmail.com

আরও পড়ুনঃ এইচএসসি পাশে প্রাইভেট চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ১২ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, আজকের সিলেটের চাকরির খবর ২০২৩ এর সকল তথ্য আপনি পেতে সক্ষম হয়েছেন। চাকরিতে আবেদনের মেয়াদ শেষ হয়ে গেলে, অনুগ্রহ করে নিম্নে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য নতুন কোন চাকরির খবর প্রকাশ করতে। চাকরির খবরটি আপনি চাইলে আপনাদের পরচিতদের সাথে শেয়ার করতে পারেন এবং এরকম সিলেটের চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ। 


Tag: Job in Sylhet 2023, সিলেটের চাকরির খবর ২০২৩, Sylhet Job Circular 2023, Sylhet Job News 2023।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url