Without Experience Call Center Job Circular 2023: Jobs in Dhaka 2023 for Males and Females!!!

এই চাকরির খবরের বিষয়ঃ Call Center Job Circular 2023, Call Center Job in Dhaka 2023, Tele Sales Executive Call Center Job Circular 2023।


Call-Center-Job-Circular-2023, Call-Center-Job-in-Dhaka-2023

Today’s Call Center Job Circular 2023:

স্বনামধন্য বেশ কিছু কোম্পানি সম্প্রতি তাদের টেলিসেলস/ কল সেন্টার বিভাগের জন্য নিম্নলিখিত পদে জনবল নিয়োগ দিবে বলে একটি সার্কুলার প্রকাশ করে। নিয়োগের সকল তথ্য নিম্নে আমাদের পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো।


  • প্রতিষ্ঠানের নামঃ মাহির এক্সপ্রেস।
  • প্রতিষ্ঠানের ঠিকানাঃ ৬৭/৩ নর্থ বাসাবো, ঢাকা- ১২১৪।
  • পদের নামঃ কাস্টমার সার্ভিস অফিসার।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট তিন (০৩) টি রয়েছে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ খিলগাঁও, ঢাকা।
  • মাসিক বেতনঃ ১২,০০০ টাকা হতে ১৫,০০০ টাকা। সাথে থাকবে বাৎসরিক ০২ টি উৎসব বোনাস, এবং বাৎসরিক একবার বেতন পর্যালোচনার সুযোগ।
  • আবেদনের যোগ্যতাসমূহঃ প্রার্থীদের কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে, বয়স থাকতে হবে ২০ থেকে ৩০ বছরের সীমার মধ্যে, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে অভিজ্ঞ হলে প্রাধান্য দেওয়া হবে। প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে। ই-কমার্স, অনলাইন সেলস, কাস্টমার সাপোর্ট, ইমেইল, লাইভ চ্যাট, ফেসবুক লাইভ ইত্যাদির জ্ঞান থাকতে হবে। 
  • আবেদনের নিয়মঃ আবেদন করার জন্য প্রার্থীদের সিভি নিম্নোক্ত ইমেইলে সিভি জমা দিতে হবে।
  • ইমেইল এড্রেসঃ mahirexpressoffice@gmail.com
  • আবেদনের শেষ তারিখঃ ০৭ ডিসেম্বর, ২০২৩ ইংরেজি।


নিম্নে রয়েছে আরও কল সেন্টার নিয়োগ ২০২৩ঃ 


  • প্রতিষ্ঠানের নামঃ কেয়ার টিউটরস টেকনোলজিস লিমিটেড।
  • অফিসের ঠিকানাঃ বাড়ি নম্বর- ১৪, শাহজালাল এভেনিউ, সেক্টর- ০৪, উত্তরা, ঢাকা-১২৩০।
  • পদের নামঃ জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ১০ জন নিয়োগ দেওয়া হবে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ উত্তরা, ঢাকা।

Responsibilities of Today’s Call Center Job Circular 2023:


  • কোম্পানির গ্রাহকদের কাছে ফোন কল করা এবং তাদের ফোন কল রিসিভ করা।
  • কোম্পানির সার্ভিস এবং সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবগত করা।
  • গ্রাহকদের সকল অভিযোগের সমাধান প্রদান করা।
  • গ্রাহকদের সাথে যোগাযোগ এবং বিক্রয় সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করা।
  • গ্রাহকদের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা।

Requirements of Today’s Call Center Job Circular 2023:


  • সর্বনিম্ন এইচএসসি পাশে এই চাকরিতে আবেদন করা যাবে।
  • স্নাতক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
  • তবে, এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • শুধুমাত্র ছেলেদের জন্য উক্ত পদে আবেদনের সুযোগ রয়েছে।
  • প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের সীমার মধ্যে হতে হবে।

Salary and Benefits of Today’s Call Center Job Circular 2023:


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী একজন জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের মাসিক বেতন ১১,০০০ টাকা হতে ১২,০০০ টাকা প্রদান করা হবে। তাছাড়া, বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা, পারফরম্যান্স বোনাস এবং ভ্রমণ ভাতা প্রদান করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

Application Procedure of Today’s Call Center Job Circular 2023:


এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের নিমোক্ত ইমেইলে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদন করার সময় ইমেইলের বিষয়ের ঘরে পদের নাম উল্লেখ করে দিতে হবে।


ইমেইল এড্রেসঃ career@caretutors.com

আরও পড়ুনঃ এইচএসসি পাশে বেসরকারি চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ আগামী ০৫ ডিসেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি আজকের Call center job circular 2023 এর খবরের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। এরকম চাকরির খবর খুঁজতে নিয়মিত Bengalnawab.com এই ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।


Tag Call Center Job Circular 2023, Call Center Job in Dhaka 2023, Daraz Call Center Job Circular 2023।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url