Latest Female Job Circular 2023: মেয়েদের জন্য চাকরির খবর ২০২৩!
এই চাকরির খবরের বিষয়ঃ Female Job Circular 2023, Jobs in Dhaka For Female 2023, মেয়েদের জন্য চাকরির খবর ২০২৩।
তারপরও নিয়োগকর্তা কর্তৃক কোন ধরনের হয়রানির স্বীকার হলে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইলো এবং জরুরী মুহুর্তে অবশ্যই ৯৯৯-এ কল করার পরামর্শ রইলো।
Today’s Female Job Circular 2023:
- প্রতিষ্ঠানের নামঃ ডেলটা ভিসা সার্ভিস (একটি ভিসা কনসালটেন্সি ফার্ম)।
- ঠিকানাঃ লেভেল-০৭, হোসেইন মার্কেট, উত্তর বাড্ডা, ঢাকা।
- পদের নামঃ ফিমেইল কাউন্সিলর।
- পদের সংখ্যাঃ সর্বমোট ২০ টি।
- কর্মস্থলঃ উত্তর বাড্ডা, ঢাকা।
- অফিসের সময়ঃ সকাল ১০ টা হতে বিকাল ০৫ টা।
মূল দায়িত্বসমূহঃ
- ক্লায়েন্টদেরকে ফোন কলের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে অবগত করা।
- সরাসরি ফেইস টু ফেইস ক্লায়েন্টদের সুন্দরভাবে ব্যবস্থাপনা করা।
- ক্লায়ন্টদের ভিসার ফাইল প্রসেসিং এর সকল কাজ করা (এ বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে)।
আবেদনের জন্য যোগ্যতাসমূহঃ
- আবেদনকারীদের অন্ততপক্ষে এইচএসসি পাশ হতে হবে।
- বিবিএ সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- শুধুমাত্র মেয়েরা এই পদে আবেদন করতে পারবেন।
- আবেদনের জন্য বয়সসীমা হচ্ছে ২০ থেকে ৩০ বছর।
- প্রার্থীদের ট্রাভেল এজেন্সি, কমিউনিকেশন ইত্যাদির অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন ও সুবিধাদিঃ
এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা হতে ২০,০০০ টাকা এই রেঞ্জের ভিতরে থাকবে। সাথে রয়েছে নিম্নোক্ত সুবিধাগুলোঃ-
- অফিস থেকে দুপুরের ফ্রি খাবার সুবিধা।
- পারফরম্যান্স বোনাস।
- বাৎসরিক ০২ বার বেতন পর্যালোচনার সুযোগ।
- বাৎসরিক ০২ টি উৎসব বোনাস।
- ফাইল প্রসেসিং এর উপর কমিশন।
- কর্মদক্ষতার উপর নির্ভর করে ০৩ মাস পর বেতন বৃদ্ধির সুযোগ।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের সিভি নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করতে হবে।
ইমেইল এড্রেসঃ deltavisaservice@gmail.com
আবেদনের শেষ তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩ ইংরেজি।
Another Female Job Circular 2023 is Listed Below:
- প্রতিষ্ঠানের নামঃ স্কাইলেন।
- ঠিকানাঃ ৩য় তলা, সাহেরা জামান এম্পোরিয়াম, ইসলাম হার্ট সেন্টারের কাছে, বালুর মাঠ, নারায়ণগঞ্জ-১৪০০।
- পদের নামঃ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ।
- পদের সংখ্যাঃ একটি।
- কর্মস্থলঃ ঢাকা।
- মাসিক বেতনঃ ১৫,০০০ টাকা, সাথে ওভারটাইম ভাতা, উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস,ইত্যাদি সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
Responsibilities of Today's Female Job Circular 2023:
- অফিসের ফ্রন্ট ডেস্কের সকল কাজ করা, যেমনঃ গ্রাহকদের অভিবাদন জানানো, সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে তাদের যোগাযোগ করিয়ে দিতে সাহায্য করা, ইত্যাদি।
- অফিসের সকল কল রিসিভ করা এবং গ্রাহকদের কল করা।
- সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ইমেইল প্রেরণ করা এবং তাদের ইমেইল রিসিভ করা।
- অফিসের প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করা, স্ক্যান করা এবং তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছানো।
- গ্রাহকদের সাথে অনলাইন/অফলাইন মাধ্যমে যোগাযোগ করা এবং তাদের রেকর্ড সংরক্ষণ করা।
- "ভাষা স্কুল" এর ডিজিটাল এক্টিভিটি মনিটরিং করা, ইহার শিক্ষকদের সাথে যোগাযোগ করা, ছাত্রদের ভর্তির কাজ সম্পাদন করা।
Requirements of Today’s Female Job Circular 2023:
- যেকোন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে।
- শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন, যাদের বয়স ১৮ বছরের উপরে রয়েছে।
- যোগাযোগে দক্ষ হতে হবে এবং কম্পিউটারে অফিসিয়াল কাজ করার যোগ্যতা থাকতে হবে।
- টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
- প্রার্থীর মধ্যে টাইম ম্যানেজম্যান্টের গুণাবলী থাকতে হবে।
Application Procedure of Today’s Female Job Circular 2023:
আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত ইমেইল আইডিতে তাদের সিভি জমা দিতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করে দিতে হবে।
ইমেইল এড্রেসঃ hr@skylanegroup.com
আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখ পর্যন্ত সিভি জমা দেওয়া যাবে।
আরও পড়ুনঃ গাক এনজিওতে চাকরির খবর।
Tag: Female Job Circular 2023, Jobs in Dhaka For Female 2023, মেয়েদের জন্য চাকরির খবর ২০২৩