Without Experience VERC NGO Job Circular 2023: ভার্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ !!!

এই চাকরির খবরের বিষয়ঃ VERC NGO Job Circular 2023, Village Education Resource Center- VERC Job Circular 2023, ভার্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার- ভার্ক এনজিও নিয়োগ ২০২৩।


VERC-NGO-Job-Circular-2023, ভার্ক-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s VERC NGO Job Circular 2023:

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা “ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার” সম্প্রতি ঘোষণা করলো তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভার্ক এনজিও নিয়োগ ২০২৩ অনুযায়ী কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে সে সম্পর্কে আমাদের পাঠকদের অবগত করার জন্য এই চাকরির খবর প্রকাশ করা হয়েছে।


নিম্নে প্রতিটি শূন্যপদের জন্য আলাদাভাবে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে যাতে সংশ্লিষ্ট পদে আবেদনের পূর্বে ইহার কর্ম দায়িত্ব, শর্তসমূহ এবং মাসিক বেতন ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারেন।

Information about First Position of Today’s VERC NGO Job Circular 2023:


  • প্রথম পদের নামঃ প্রোগ্রাম অর্গানাইজার।
  • শূন্যপদের সংখ্যাঃ নির্দিষ্ট করে উল্লেখ নেই।
  • চাকরির ধরনঃ ইহা একটি ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ দেশের যেকোন জায়গায়।
  • মাসিক বেতনঃ ১৮,৯৭৮ টাকা+ সংস্থার অন্যান্য সুবিধাদি।


মূল দায়িত্বসমূহঃ


  • সংস্থার ঋণ বিতরণের জন্য নতুন সদস্য ভর্তি করা, ঋণের জন্য প্রস্তাব দেওয়া, ঋণ আদায় করা ইত্যাদি বিষয়ে সমিতিতে আলাপ আলোচনা করা।
  • সংস্থা থেকে প্রদানকৃত ঋণ দলের মাধ্যমে আদায় নিশ্চিত করা।
  • আদায়কৃত ঋণের জন্য টপশীট প্রস্তুত করে হিসাব রক্ষকের কাছে জমা দেওয়া।
  • পাশ বই, কালেকশন শীট, রেজুলেশন খাতা লেখা এবং সদস্যদের স্বাক্ষর নেওয়া।
  • প্রকল্পের সকল কিছু যাচাই বাছাই করা এবং সেই অনুযায়ী সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা।  

আবেদনের শর্ত বা যোগ্যতাসমূহঃ


  • যেকোন বিষয়ে স্নাতক বা ডিগ্রী পাশে এই পদে আবেদন করা যাবে।
  • পুরুষ এবং নারী চাকরি প্রার্থী সবার জন্য আবেদনের অনুমতি রয়েছে।
  • আবেদন করার জন্য কোনরূপ অভিজ্ঞতার বাধ্যতামূলক নয়, তবে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫ বছর, শুধুমাত্র অভিজ্ঞদের জন্য বয়স শিথিল করা হবে।
  • প্রার্থীদের মোটরবাইক অথবা বাইসাইকেল চালানো জানতে হবে।

Information about Second Position of Today’s VERC NGO Job Circular 2023:


  • দ্বিতীয় পদের নামঃ শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক।
  • শূন্যপদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সংস্থার যেকোন শাখায়।
  • মাসিক বেতনঃ শিক্ষানবিশ কালে ১৫,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর ২৭,১৯৮ টাকা।


মূল দায়িত্বসমূহঃ


  • শাখার সকল কাজ তদারকি করা, কর্মীদের দিক নির্দেশনা দেওয়া, কর্মীদের কাজে সহযোগিতা করা, সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ইত্যাদি।
  • সকল কর্মসূচির জন্য পরিকল্পনা প্রস্তুত করা, ইহা বাস্তবায়ন করা, প্রতিবেদন প্রস্তুত করা এবং সকল বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা।
  • ঋণ প্রদানের পূর্বে সকল কিছু যাচাই করা, নিয়মিত সমিতি পরিদর্শন করা, এবং সকল কাজের রেকর্ড সংরক্ষণ করে রাখা।
  • ঋণ প্রদানের পর কিভাবে ইহা সময়মত আদায় করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।  


আবেদনের শর্ত বা যোগ্যতাসমূহঃ


  • যেকোন বিষয়ের উপর স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে।
  • নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন যাদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
  • এই পদের জন্যও অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞ হলে অগ্রাধিকার পাবেন।
  • মোটরবাইক চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • অবশ্যই আবেদনকারীদের কম্পিউটার চালানো জানতে হবে।

Application Procedure of Today’s VERC NGO Job Circular 2023:


আগ্রহী প্রার্থীদের একটি কাভার লেটার সহ সিভি, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদ এবং মার্কশীটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং অন্যান্য কাগজপত্র (প্রয়োজন মনে করলে) সত্যায়িত করে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।


খামের উপরে অবশ্যই পদের নাম এবং সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানাঃ নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।

আরও পড়ুনঃ এইচএসসি পাশে এনজিও চাকরির খবর


উল্লেখ্য যে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় সংস্থার প্রধান কার্যালয়ে প্রথম পদের জন্য ১০,০০০ টাকা এবং দ্বিতীয় পদের জন্য ১৫,০০০ টাকা জামানতস্বরূপ জমা দিতে হবে। যদিও ভার্ক এনজিও একটি স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান, তারপরও চাকরি প্রদানের ক্ষেত্রে ভার্ক এনজিও সহ অন্য যেকোন সংস্থার টাকা পয়সা জামানাতের নিয়ম থাকলে অবশ্যই ইহার প্রমাণ হিসেবে নিজেদের কাছে ডকুমেন্ট রাখুন। পরবর্তীতে জামানতকৃত টাকা উত্তোলনের সময় কোনরূপ ঝামেলা হলে আইনি ব্যবস্থা নিন। মনে রাখা উচিত যে, নিয়োগকর্তার সাথে কোন ধরনের আর্থিক লেনদেনের জন্য Bengal Nawab কোনভাবেই দায়ী থাকবে না।


আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, ভার্ক এনজিও নিয়োগ ২০২৩ এর সকল শূন্যপদের বিস্তারিত তথ্য এই চাকরির খবরের মাধ্যমে আপনি পেয়েছেন। পরবর্তী সার্কুলারের খবর পেতে নিয়মিত ভিজিট করুন  Bengalnawab.com। ধন্যবাদ।


Tag: VERC NGO Job Circular 2023, Village Education Resource Center- VERC Job Circular 2023, ভার্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার- ভার্ক এনজিও নিয়োগ ২০২৩।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url