২৯-৭৭ হাজার টাকা বেতনে সৃজনী ফাউন্ডেশন এনজিও নিয়োগ ২০২৩ঃ Srizony Foundation NGO Job Circular 2023!
এই চাকরির খবরের বিষয়ঃ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২৩, NGO Job Circular 2023, Srizony Foundation Job Circular 2023।
Today’s Srizony Foundation NGO Job Circular 2023:
সৃজনী ফাউন্ডেশন এনজিও গত ২৭ আগস্ট, ২০২৩ ইংরেজি তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করে যা আজকের এই চাকরির খবরের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করা হলো।
সকল গুরুতপূর্ণ তথ্য গুছিয়ে উল্লেখ করার পাশাপাশি সংযুক্ত করা হয়েছে অফিসিয়াল সার্কুলারও যাতে এই চাকরিতে আবেদন করতে কোন তথ্য আপনার অজানা না থাকে।
এক নজরে আজকের এনজিও চাকরির খবর ২০২৩ঃ
- প্রতিষ্ঠানের নামঃ সৃজনী ফাউন্ডেশন।
- মোট শূন্যপদের সংখ্যাঃ সতেরো (১৭) টি।
- চাকরির ধরনঃ ফুল টাইম চাকরি।
- কর্মস্থলঃ ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং ঢাকা জেলা।
Available Positions of Today’s Srizony Foundation NGO Job Circular 2023:
সৃজনী ফাউন্ডেশনের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসকল পদের জন্য জনবল নিয়োগ দেওয়া দেওয়া হবে তা নিম্নরূপঃ
প্রথম পদের নামঃ উপ পরিচালক।
- শূন্যপদের সংখ্যাঃ ০২ টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ।
- বয়সসীমাঃ সর্বোচ্চ ৫০ বছর।
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ০৫ বছর।
- মাসিক বেতনঃ ৫৫,০০০ হতে ৭৭,৯৫৮ টাকা।
দ্বিতীয় পদের নামঃ রিজিওনাল ম্যানেজার।
- শূন্যপদের সংখ্যাঃ ০৫ টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ।
- বয়সসীমাঃ সর্বোচ্চ ৪০ বছর।
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর।
- মাসিক বেতনঃ ৩৩,০০০ হতে ৪২,৪৭৫ টাকা।
সর্বশেষ পদের নামঃ এরিয়া ম্যানেজার।
- শূন্যপদের সংখ্যাঃ ১০ টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ।
- বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৮ বছর।
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ০২ বছর।
- মাসিক বেতনঃ ২৯,০০০ হতে ৩৮,৭৫৪ টাকা।
Application Procedure of Today’s Srizony Foundation NGO Job Circular 2023:
এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের নিজহাতে আবেদনপত্র লিখে সকল প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি সংযুক্ত করে সংস্থার অফিসে জমা দিতে হবে। চিঠির খামের উপরে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর এবং আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
চিঠি পাঠানোর ঠিকানাঃ প্রশাসনিক কর্মকর্তা, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পবহাটী সড়ক, পবহাটী, ঝিনাইদহ- ৭৩০০।
আরও পড়ুনঃ সিএসএস এনজিতে চাকরির খবর।
আবেদনের শেষ তারিখঃ আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।
আশা করছি, আজকের চাকরির খবরের মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এরকম চলমান এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।
Tag: এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সৃজনী ফাউন্ডেশন নিয়োগ ২০২৩, NGO Job Circular 2023, Srizony Foundation Job Circular 2023।