৭৩২ টি শূন্যপদে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ DOF Job Circular 2023 !!!
এই চাকরির খবরের বিষয়ঃ Department of Fisheries Job Circular 2023, DOF Job Circular 2023, মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
আজকের মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ
বিশাল জনবল নিয়োগ দিবে বলে আবারও প্রকাশিত হলো মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২৯ আগস্ট, ২০২৩ ইংরেজি তারিখে অফিসিয়ালি ঘোষণা করা হয়, যা পরবর্তীতে ৩১ আগস্ট, ২০২৩ ইংরেজি তারিখে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
এবারের মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী ৩২ টি ভিন্ন পদে সর্বমোট ৭৩২ জন লোক নিয়োগ দেওয়া হবে।
স্নাতক থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি, এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে সর্বোচ্চ ১১তম গ্রেডের পদ থেকে সর্বনিম্ন ২০তম গ্রেডের পদ পর্যন্ত। কোন কোন পদে জনবল নিয়োগ দেওয়া হবে তার নাম এবং শূন্যপদের সংখ্যা নিম্নে উল্লেখ করা হলো।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর শূন্যপদসমূহের নামঃ
- নক্সাকার, শূন্যপদ ০৪ টি। ইহা ১১ তম গ্রেডের চাকরি, আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ।
- সিনিয়র ফটো আর্টিস্ট, শূন্যপদ মাত্র ০১ টি। ইহাও ১১ তম গ্রেডের পদ, আবেদন করা যাবে চারুকলায় স্নাতক পাশ করে।
- মেট, শূন্যপদ ০১ টি। ইহা ১৩ তম গ্রেডের চাকরি, শুধুমাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশে আবেদন করা যাবে।
- সেকেন্ড ড্রাইভার, শূন্যপদ ০১ টি। ইহা ১৪ তম গ্রেডের সরকারি চাকরি, ইনল্যান্ড মাস্টারে সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্তরা আবেদন করতে পারবেন।
- ড্রাইভার মেরিন, শূন্যপদ ০১ টি। ইহাও ১৪তম গ্রেডের চাকরি, আবেদন করতে পারবেন এসএসসি পাশে।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, শূন্যপদ রয়েছে ০৮ টি। ১৪তম গ্রেডের এই পদে স্নাতক পাশে আবেদন করতে পারবেন।
- স্টোর কিপার, লোক নিয়োগ দেওয়া হবে ০২ জন। ইহা ১৬তম গ্রেডের পদ, মাত্র এইচএসসি পাশে রয়েছে আবেদনের সুযোগ।
- ট্রাক চালক, শূন্যপদ ০১ টি। ১৬তম গ্রেডের সরকারি এই চাকরিতে আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাশ করে।
- কার চালক, শূন্যপদ রয়েছে ০৪ টি। ইহাও ১৬তম গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণী পাশে রয়েছে আবেদনের সুযোগ।
- মেকানিক, লোক নেওয়া হবে ০১ জন। ১৬তম গ্রেডের এই পদে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে এসএসসি ভোকেশনাল পাশে আবেদন করা যাবে।
- তথ্য সংগ্রহ সহকারী, শূন্যপদ ০১ টি। এসএসসি পাশে আবেদন করতে পারবেন ১৬তম গ্রেডের এই পদে।
- ডেকহ্যান্ড, লোক নিয়োগ দেওয়া হবে ০৮ জন। ইনল্যান্ড মাস্টারে সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্তরা আবেদন করতে পারবেন ১৬তম গ্রেডের এই পদে।
- ফিসারম্যান, শূন্যপদ রয়েছে ০২ টি। ১৬তম গ্রেডের এই চাকরিতে একইভাবে ইনল্যান্ড মাস্টারে সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্তরা আবেদন করতে পারবেন।
- হ্যাচারি টেকনিশিয়ান, সর্বমোট ০৭ জন নিয়োগ দেওয়া হবে। ইহাও ১৬তম গ্রেডের চাকরি, আবেদন করতে পারবেন এসএসসি পাশে।
- ইলেক্ট্রিশিয়ান, শূন্যপদ রয়েছে ০৩ টি। মাত্র এসএসসি ভোকেশনাল পাশে ১৬ গ্রেডের এই চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লোক নেওয়া হবে ২৪১ জন। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের এই সরকারি চাকরিতে।
- গাড়ীচালক, ৩৯ জন নিয়োগ দেওয়া হবে। ইহা ১৬তম গ্রেডের একটি পদ, আবেদন করতে পারবেন মাত্র অষ্টম শ্রেণী পাশে।
- পাম্প অপারেটর, লোক নিয়োগ দেওয়া হবে ৩২ জন। এসএসসি ভোকেশনাল পাশে আবেদন করতে পারবেন ১৮ তম গ্রেডের এই পদে।
- ফটোকপি অপারেটর, শূন্যপদ ০২ টি। ১৮ তম গ্রেডের এই চাকরিতে আবেদন করতে পারবেন এসএসসি পাশে।
তাছাড়া, মাত্র এসএসসি পাশে ২০তম গ্রেডের বিভিন্ন পদে রয়েছে আবেদনের সুযোগ, যেমনঃ অফিস সহায়ক (২৪৪ জন), নিরাপত্তা প্রহরী (৪১ জন), হ্যাচারী অ্যাটেন্ডেন্ট (২৮ জন), পরিচ্ছন্নতা কর্মী (১০ জন), ফিসারম্যান কাম গার্ড (১৪ জন), ওয়াচম্যান (২৬ জন), ক্যাশ পিওন (০২ জন), মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট (০১ জন), বাবুর্চি (০১ জন), পন্ড অ্যাটেন্ডেন্ট (০১ জন), সুইপার (০১ জন), পুকুর প্রহরী (০২ জন), এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (০২ জন)।
আজকের মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর গুরুত্বপুর্ণ পয়েন্টঃ
- উপরোক্ত যেকোন পদে আবেদনের জন্য প্রার্থীদের http://dof.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদন কার্য শুরু হবে আগামী ০৭ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি এবং শেষ হবে আগামী ১০ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে।
- আবেদন ফি হিসাবে ১১ তম গ্রেডের পদের জন্য ৩৩৪ টাকা, ১৩ থেকে ১৬ তম পদের জন্য ২২৩ টাকা এবং ১৮ থেকে ২০ তম গ্রেডের সকল পদের জন্য ১১২ টাকা প্রদান করতে হবে।
কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন তা জানতে অনুগ্রহ করে অফিসিয়াল সার্কুলার দেখুন।
আরও পড়ুনঃ চলমান সরকারি চাকরির খবর একসাথে।
আশা করছি আজকের মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কিত সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে A to Z পেয়েছেন। এরকম চলমান সকল সরকারি চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।
Tag: Department of Fisheries Job Circular 2023, DOF Job Circular 2023, মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।