০৫ টি ভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দিবে আকিজ বশির গ্রুপঃ কোম্পানির চাকরির খবর ২০২৩!!
আকিজ বশির গ্রুপ অব কোম্পানির চাকরির খবর ২০২৩ঃ
০১ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে আকিজ বশির গ্রুপ তাদের প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিঃ ও সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিঃ এর জন্য ০৫ টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিবে বলে একটি সার্কুলার প্রকাশ করে।
স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে আবেদনযোগ্য এসব পদের নাম হচ্ছেঃ
- কোয়ালিটি কন্ট্রোল অফিসার।
- অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার।
- প্রডাকশন অফিসার।
- অ্যাসিস্ট্যান্ট প্রডাকশন অফিসার।
- জুট অফিসার।
উপরোক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কাজের উপর পূর্বের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে।
আগামী ২০ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের সিভি সার্কুলারে উল্লেখিত ঠিকানা বরাবর জমা দিতে হবে। অথবা প্রার্থীরা চাইলে নিম্নোক্ত ইমেইলে তাদের সিভির সফটকপি জমা দিতে পারেন।
ইমেইল এড্রেসঃ jjml.career@janata-sadat-jute.com
আপনারা পড়ছিলেন আকিজ বশির গ্রুপ অব কোম্পানির চাকরির খবর ২০২৩।