বিনা অভিজ্ঞতায় বেসরকারি চাকরির খবর ২০২৩। HSC Pass Job Circular 2023।

Job Summary:

প্রতিষ্ঠানের নামঃ

ই-শিখন ডট কম। 

অফিসের ঠিকানাঃ

১৫১/৭ গুডলাক টাওয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫।

শূন্যপদের নামঃ

ডাটা এন্ট্রি অপারেটর।

শূন্যপদের সংখাঃ

সর্বমোট পাঁচ (০৫) টি।

চাকরির ধরনঃ

ইহা একটি ফুল-টাইম চাকরি।

কর্মস্থলঃ

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর এবং ময়মনসিংহ।

hsc-pass-job-circular-2023, বেসরকারি-চাকরির-খবর-২০২৩

আজকের বেসরকারি চাকরির খবর ২০২৩ এর দায়িত্বসমূহঃ

  • টাইপিং সম্পর্কৃত যত কাজ আছে তা সম্পাদন করা।
  • গ্রাহকদের কোন অনুসন্ধান থাকলে তাদের সমাধান প্রদান করা।
  • গ্রাহকদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা।
  • প্রতিষ্টানের অডিটের সকল ডাটা সংরক্ষণ করা।
  • তাছাড়া, ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী ডাটা এন্ট্রি সম্পর্কৃত অন্যান্য কাজও করা।

আজকের বেসরকারি চাকরির খবর ২০২৩ এর যোগ্যতাসমূহঃ

  • প্রার্থীকে অন্ততপক্ষে এইচএসসি পাশ হতে হবে।
  • উক্ত কাজে অনভিজ্ঞরা আবেদন করতে পারবেন।
  • তবে, এমএস এক্সেল এবং টাইপিং এর কাজ জানতে হবে।
  • উক্ত পদে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আজকের চাকরির বেতন ও সুবিধাদিঃ

নূন্যতম মাসিক বেতনের রেঞ্জ ১০,০০০ টাকা হতে ১৫,০০০ টাকা হবে।

তবে, কারো যদি এরকম কাজের দক্ষতা থাকে, তাহলে দক্ষতা অনুযায়ী আলোচনার মাধ্যমে বেতনের পরিমাণ নির্ধারিত হবে।

বেতনের পাশাপাশি যেসব সুবিধাদি প্রদান করা হবেঃ

  • পারফরম্যান্স বোনাস।
  • ওভারটাইম ভাতা।
  • ভ্রমণ ভাতা।
  • বার্ষিক স্যালারি রিভিউ সুবিধা।
  • উৎসব বোনাস সুবিধা।

আবেদনের নিয়মঃ

উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে প্রতিষ্টানের ইমেইলে সিভি জমা দিতে হবে।

ইমেইল এড্রেসঃ

career@eshikhon.com

আবেদনের শেষ তারিখঃ

১৯ মে, ২০২৩ ইংরেজি।

Important Notice:
Bengal Nawab, the best among all job sites, always tries to bring you job circulars from authentic job sources. But if for any reason, the recruiter demands money under the pretext of providing a job, then you are requested to refrain from joining such employment. Moreover, if you feel harassed by employers, especially female job seekers, please do not forget to call 999 to complain against them.

HERE ARE MORE JOB OPPORTUNITIES FOR YOU:

Read also: Bangladesh Specialized Hospital Job Circular 2023.
Read also: 25k Salary Private Job Circular 2023 in Dhaka.
Read also: Bank Asia Job Circular 2023 in Dhaka.
Read also: 18K Salary Private Job Circular 2023 in Dhaka.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url