এই মাসে প্রকাশিত উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। Uddipan NGO Job Circular 2023.

এই চাকরির খবরের বিষয়বস্তুঃ

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, এনজিও চাকরির খবর ২০২৩, Uddipan NGO Job Circular 2023।

এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩, উদ্দীপন-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩, এনজিও-চাকরির-খবর-২০২৩, Uddipan-NGO-Job-Circular-2023

আজকের উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। Uddipan NGO Job Circular 2023।

শূন্য পদের নামঃ

উপ-ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং জোনাল হিসাব রক্ষক।

শূন্য পদের সংখ্যাঃ

অনির্দিষ্ট।

চাকরির ধরনঃ

ইহা একটি ফুলটাইম চাকরির নিয়োগ।

কর্মস্থলঃ

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, কুষ্টিয়া, পিরোজপুর, ফরিদপুর, বগুড়া, যশোর।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- মূল দায়িত্বসমূহঃ

  • শাখা হিসাবরক্ষকদের আর্থিক ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান, তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণ।
  • ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
  • জোনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সঞ্চয় আদায়, ঋণ বিতরন ও আদায় মনিটরিং করা।
  • জোনের যাবতীয় হিসাব তৈরি করা এবং অঞ্চলের/শাখার হিসাব তৈরীতে হিসাব রক্ষককে প্রয়োজনে সহায়তা করা।
  • শাখা পরিদর্শনের সময় কালেকশন লেজার, ব্যাংক রেজিস্টার, অন্যান্য নথিপত্র যাচাই ও ক্রস চেক করে স্বাক্ষর করা।
  • সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের নিকট জবাবদিহিতার মাধ্যমে কার্য সম্পাদন করা।
  • ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক সকল প্রকল্প /কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখা।
  • সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব সক্ষমতার সাথে সম্পন্ন করা।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- প্রয়োজনীয় যোগ্যতাঃ

  1. আগ্রহী প্রার্থীকে বাণিজ্যে স্নাতকোত্তর সহ সিএ (সিসি) ডিগ্রী সম্পন্ন হতে হবে।
  2. সংশ্লিষ্ট কাজে ০১ থেকে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. উক্ত পদে আবেদনের জন্য পুরুষ এব মহিলা সবার অনুমতি রয়েছে।
  4. আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- বেতন ও সুবিধাদিঃ

বর্ণিত পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে উদ্দীপন এনজিও এর নিয়ম অনুযায়ী মাসিক বেতন হিসেবে ৩৪,৮২৪ টাকা প্রদান করা হবে। তবে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

তাছাড়া, মূল বেতনের সাথে আরো অনেক সুবিধাদি প্রদান করা হবে, যেমনঃ যাতায়াত ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, সাপ্তাহিক দুই দিন ছুটি সুবিধা, বার্ষিক উৎসব বোনাস, বৈশাখী বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- আবেদনের নিয়মঃ

আজকের উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন করতে নিম্নের “Apply Now” বাটনে ক্লিক করে উদ্দীপন এনজিও এর অফিসিয়াল অনলাইন আবেদন ফরম পূরণ করুন।



উক্ত আবেদনের লিংকের মাধ্যমে আগামী ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ইংরেজি তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

Important Notice:

Bengal Nawab, the best among all job sites, always tries to bring you job circulars from authentic job sources. But if for any reason, the recruiter demands money under the pretext of providing a job, then you are requested to refrain from joining such employment. Moreover, if you feel harassed by employers for any reason, especially female job seekers, please do not forget to call 999 to complain against them.

HERE ARE MORE JOB OPPORTUNITIES FOR YOU:

Read also: CSS NGO Job Circular 2023.
Read also: FHP NGO Job Circular 2023.
Read also: Customer Service Representative Job Circular 2023.
Read also: Weekly Private Job Circular 2023.
Read also: ACI Company Shwapno Job Circular 2023.
Read also: SOPIRET NGO Job Circular 2023.
Read also: SSC/HSC Pass Company Job Circular 2023.
Read also: HSC Pass SEEP NGO Job Circular 2023.

Tag: এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, এনজিও চাকরির খবর ২০২৩, Uddipan NGO Job Circular 2023।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url