Just Published SOPIRET NGO Job Circular 2023: সোপিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- আবেদন করুন আজই !!!

এই চাকরির খবরের বিষয়ঃ SOPIRET NGO Job Circular 2023, সোপিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


SOPIRET-NGO-Job-Circular-2023, সোপিরেট-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

SOPIRET NGO Job Circular 2023 in a Nutshell:

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের স্বনামধন্য এনজিও সংস্থা “সোপিরেট” তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতাধীন এলাকা সম্প্রসারণ করার জন্য এবং সংস্থার কর্মী ও সমিতি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করার জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ দিবে বলে ঘোষণা করেছে।


সোপিরেট এনজিও নিয়োগের প্রথম পদের তথ্যঃ


 • পদের নামঃ ফিল্ড অফিসার।
 • পদের সংখ্যাঃ সর্বমোট একশত (১০০) টি।
 • চাকরির ধরনঃ ফুল-টাইম, মাঠ পর্যায়ের চাকরি।
 • কর্মস্থলঃ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর।
 • চাকরিতে আবেদনের শর্তসমূহঃ আবেদনকারী স্নাতক/স্নাতকোত্তর পাশ হতে হবে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং যাদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে।
 • মাসিক বেতন ও সুবিধাঃ প্রথম ০১ মাস ১২,০০০ টাকা, পরবর্তী ০৬ মাস ২১,০০০ টাকা, এবং চাকরি স্থায়ী হওয়ার পর ২৪,২৫০ টাকা মাসিক বেতন হিসেবে প্রদান করা হবে। অন্যান্য সুবিধা সংস্থার বিধি মোতাবেক প্রদান করা হবে।
 • আবেদনের নিয়মঃ যেহেতু নিম্নে আরও একটি পদের তথ্য তুলে ধরা হয়েছে, সেহেতু নিম্ন বর্ণিত পদের আবেদন পদ্ধতি এবং এই পদের আবেদন পদ্ধতি একই থাকবে।
 • আবেদনের শেষ তারিখঃ ০৫ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


সোপিরেট এনজিও নিয়োগের দ্বিতীয় পদের তথ্যঃ


 • পদের নামঃ ট্রেনিং অফিসার।
 • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট পাঁচ (০৫) টি।
 • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
 • কর্মস্থলঃ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর।

Requirements of Today’s SOPIRET NGO Job Circular 2023:


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের মধ্যে নিম্নোক্ত গুণাবলী থাকতে হবেঃ-


 • আবেদনকারীদের যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।
 • তবে, স্নাতক পাশ করেও আবেদন করা যাবে যদি প্রার্থী অভিজ্ঞ হোন।
 • আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
 • লাইফ স্কিল, অথবা সফট স্কিল বিষয়ের একজন প্রশিক্ষক হয়ে থাকলে প্রাধান্য দেওয়া হবে।
 • ক্ষুদ্রঋণ/ব্যবসায় ব্যবস্থাপনা/উদ্যোগ উন্নয়ন/ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি কাজের উপর ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 • প্রশিক্ষণ ফ্যাসিলিটেশন এর উপর টিওটি বা ট্রেনিং অব ট্রেইনার থাকলে ভালো।

Salary and Benefits of Today’s SOPIRET NGO Job Circular 2023:


সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক বেতন হিসেবে ২৮,০০০ টাকা হতে ৩০,০০০ টাকা প্রদান করা হবে। বেতনের সাথে অন্যান্য যেসকল সুবিধাসমূহ প্রদান করা হবে তা হলোঃ-


 • বার্ষিক তিনটি উৎসব বোনাস।
 • পারফরম্যান্স বোনাস।
 • মোবাইল বিল এবং টি/এ।
 • প্রভিডেন্ট ফান্ড এবং বীমা সুবিধা।
 • এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা।

Application Procedure of Today’s SOPIRET NGO Job Circular 2023:


উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ছবি, এনআইডি, শিক্ষা এবং অভিজ্ঞতার সকল সনদ সংযুক্ত করে নিম্নোক্ত এড্রেসে ইমেইল প্রেরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোন নম্বরের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে, অতএব জীবনবৃত্তান্তে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

ইমেইল এড্রেসঃ sopirethr@gmail.com

আরও পড়ুনঃ টিএমএসএস এর চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ আগামী ০৩ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


আশা করছি সোপিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। পরবর্তীতে সোপিরেটসহ সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।


TAG: SOPIRET NGO Job Circular 2023, সোপিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url