নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ খবর ২০২৩। দৈনিক শিক্ষা বার্তা ২০২৩।
এই খবরটি যে বিষয়ের উপরঃ
দৈনিক শিক্ষা খবর আজকের, দৈনিক শিক্ষা এমপিও আজকের খবর, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ খবর ২০২৩, দৈনিক শিক্ষা বার্তা ২০২৩, দৈনিক শিক্ষা খবর ২০২৩।
দৈনিক শিক্ষা এমপিও আজকের খবর জানুয়ারি ২০২৩।
গত ১৭ই জানুরারি, ২০২৩ ইংরেজি, রোজ মঙ্গলবার, শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিঠি দ্বারা অনুষ্টিত এক সভায় এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দেশের বিভিন্ন বেসরকারি স্কুল এবং কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩,৫৬৫ জন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হবে।এসব শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্কুল সেকশনের জন্য মোট ৩,২৮০ জন এমপিওভুক্ত করা হবে এবং কলেজ সেকশনের জন্য মোট ২৮৫ জন এমপিওভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেইসাথে, উক্ত সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উচ্চতর বেতন স্কেল প্রদান করা হবে মোট ১৬,০০০ শিক্ষক-কর্মচারীদেরকে এবং বিএড বেতন স্কেল প্রদান করা হবে মোট ৫৮৯ জন স্কুল শিক্ষকদেরকে।
দৈনিক শিক্ষা খবর ২০২৩ঃ স্কুল সেকশনের শিক্ষক-কর্মচারীদের অঞ্চলভিত্তিক এমপিওভুক্তকরণঃ
স্কুল সেকশনের জন্য মোট ৩,২৮০ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কোন অঞ্চলে কতজন এমপিওভুক্ত করা হবে তার তালিকা নিম্নে তুলে ধরা হলোঃ-- ঢাকা অঞ্চলের মোট ৫০৫ জন শিক্ষক-কর্মচারী।
- খুলনা অঞ্চলের মোট ৪৭৪ জন শিক্ষক-কর্মচারী।
- রংপুর অঞ্চলের মোট ৪৪১ জন শিক্ষক-কর্মচারী।
- রাজশাহী অঞ্চলের মোট ৩৮৩ জন শিক্ষক-কর্মচারী।
- ময়মনসিংহ অঞ্চলের মোট ৩৮০ জন শিক্ষক-কর্মচারী।
- বরিশাল অঞ্চলের মোট ৩৩১ জন শিক্ষক-কর্মচারী।
- কুমিল্লা অঞ্চলের মোট ৩১৬ জন শিক্ষক-কর্মচারী।
- চট্টগ্রাম অঞ্চলের মোট ২৬২ জন শিক্ষক-কর্মচারী।
- এবং সিলেট অঞ্চলের মোট ১৮৮ জন শিক্ষক-কর্মচারী।
দৈনিক শিক্ষা বার্তা ২০২৩ঃ কলেজ সেকশনের শিক্ষক-কর্মচারীদের অঞ্চলভিত্তিক এমপিওভুক্তকরণঃ
কলেজ সেকশনের জন্য মোট ২৮৫ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কোন অঞ্চলে কতজন এমপিওভুক্ত করা হবে তার তালিকা নিম্নে তুলে ধরা হলোঃ-- রংপুর অঞ্চলের মোট ৬০ জন।
- খুলনা অঞ্চলের মোট ৫৮ জন।
- ঢাকা অঞ্চলের মোট ৩৯ জন।
- বরিশাল অঞ্চলের মোট ৩৭ জন।
- ময়মনসিংহ অঞ্চলের মোট ৩৭ জন।
- কুমিল্লা অঞ্চলের মোট ২৮ জন।
- চট্টগ্রাম অঞ্চলের মোট ২১ জন।
- এবং সিলেট অঞ্চলের মোট ০৫ জন।
দৈনিক শিক্ষা এমপিও আজকের খবর ২০২৩ঃ উচ্চতর বেতন স্কেল কতজন পাচ্ছেনঃ
স্কুল এবং কলেজ মিলে সর্বমোট ১৬,১০৮ জন শিক্ষক-কর্মচারীদের উচ্চতর বেতন স্কেল প্রদান করা হবে বলে এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্কুল সেকশনের মোট কতজন শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান করা হবে তা নিম্নরূপঃ
- ঢাকা অঞ্চলের মোট ৩,৭২১ জন।
- খুলনা অঞ্চলের মোট ৩,২৩৪ জন।
- ময়মনসিংহ অঞ্চলের মোট ২,৪৮১ জন।
- রাজশাহী অঞ্চলের মোট ১,৫৭৫ জন।
- রংপুর অঞ্চলের মোট ১,৪৪২ জন।
- কুমিল্লা অঞ্চলের মোট ৯৫৫ জন।
- চট্টগ্রাম অঞ্চলের মোট ৯১৬ জন।
- সিলেট অঞ্চলের মোট ৬৬৭ জন।
- এবং বরিশাল অঞ্চলের মোট ২৪১ জন।
আরো পড়ুনঃ চাকরির দরখাস্ত লেখার নিয়ম।
আরো পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়।
কলেজ সেকশনের মোট কতজন শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান করা হবেঃ
কলেজ সেকশনে সর্বমোট ৮৭৬ জন শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান করা হবে যার অঞ্চলভিত্তিক হিসাব নিম্নরূপঃ-- রংপুর মোট- ১৯৭ জন।
- ঢাকা মোট- ১৬৩ জন।
- খুলনা মোট- ১৫১ জন।
- ময়মনসিংহ মোট- ১০৩ জন।
- চট্টগ্রাম মোট- ৯৭ জন।
- বরিশাল মোট- ৭৬ জন।
- কুমিল্লা মোট- ৫৩ জন।
- সিলেট মোট- ২১ জন।
- এবং রাজশাহী মোট- ১৫ জন।
দৈনিক শিক্ষা খবর আজকের ২০২৩ঃ বিএড স্কেল কোন অঞ্চলে কতজনঃ
উক্ত সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, দেশের বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত সর্বমোট ৫৮৯ জন শিক্ষকদের বিএড স্কেল প্রদান করা হবে যার অঞ্চলভিত্তিক হিসাব নিম্নে বর্ণিতঃ- রাজশাহী মোট- ১০৪ জন।
- ঢাকা মোট- ৮০ জন।
- ময়মনসিংহ মোট- ৮০ জন।
- কুমিল্লা মোট- ৭২ জন।
- রংপুর মোট- ৬৯ জন।
- খুলনা মোট- ৫৯ জন।
- চট্টগ্রাম মোট- ৫৫ জন।
- বরিশাল মোট- ৩৭ জন।
- এবং সিলেট মোট- ৩৩ জন।
আরো পড়ুনঃ ঢাকা মেট্রোরেল নিয়ে রচনা।উপরোক্ত সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক জনাব নেহাল আহমেদ।
আরো পড়ুনঃ বীজগণিতের সকলসূত্র একসাথে।
Disclaimer: শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা এবং গ্রেড উন্নতি করার ব্যপারে উপরে বর্ণিত সকল তথ্য এমপিও কমিটির সভায় উপস্থিত কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তা পত্রিকাকে সরবরাহ করেন। Bengalnawab.com শুধুমাত্র আপনাদের সকলের সুবিধার্থে উক্ত পত্রিকায় প্রকাশিত খবরের উপর ভিত্তি করে সকল তথ্য এখানে সরবারহ করেছে।
Tags: দৈনিক শিক্ষা খবর আজকের, দৈনিক শিক্ষা এমপিও আজকের খবর, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ খবর ২০২৩, দৈনিক শিক্ষা বার্তা, দৈনিক শিক্ষা খবর।