গ্রামীণ শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

এই চাকরির খবরের বিষয়বস্তুঃ

NGO Job Circular 2023, Grameen Shakti Job Circular 2023, NGO Development Jobs, BD Jobs NGO, Non-Govt Job Circular 2023.

NGO-Job-Circular-2023, Grameen-Shakti-Job-Circular-2023, NGO-Development-Jobs, BD-Jobs-NGO, Non-Govt-Job-Circular-2023, গ্রামীণ-শক্তি-সামাজিক-ব্যবস্থা-লিমিটেড-নিয়োগ-বিজ্ঞপ্তি, Grameen-Shakti-Samajik-Byabosha-Ltd-Job-Circular-2023, এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

আজকের এনজিও চাকরির খবর ২০২৩ বা গ্রামীণ শক্তি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

সংস্থার নামঃ

গ্রামীণ শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড।

সংস্থার ঠিকানাঃ

গ্রামীণ ব্যাংক ভবন, মিরপুর ০২, ঢাকা-১২১৬।

শূন্য পদের নামঃ

সহকারী অফিসার, নবীন উদ্যোক্তা (গ্রেড-০১)।

শূন্য পদের সংখ্যাঃ

অনির্দিষ্ট।

চাকরির ধরনঃ

ইহা একটি ফুলটাইম চাকরির নিয়োগ।

কর্মস্থলঃ

দেশের যেকোন স্থানে।

মূল দায়িত্বসমূহঃ

  • নতুন উদ্যোক্তা বাছাই করার উদ্দেশ্যে বিভিন্ন কার্য সম্পাদন করা।
  • নবীন উদ্যোক্তা বাছাই করার উদ্দেশ্যে নিয়মিত মাঠ পরিদর্শন করা এবং বিভিন্ন ডাটা এনালাইসিস করা।
  • যোগ্য উদ্যোক্তা বাছাই করার পর তাদের ঋণ প্রদান এবং পরবর্তীতে ঋণ আদায় করার ব্যবস্থা করা।
  • ঋণ প্রদানের পর নিয়মিত উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্টান পরিদর্শন করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • সকল কাজের জন্য রিপোর্ট প্রস্তুত করা এবং তা সংশ্লিষ্ট ব্যক্তি বা অফিসে জমা দেওয়া।

প্রয়োজনীয় যোগ্যতাঃ

  • প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
  • আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
  • সংশ্লিষ্ট কাজে পূর্বের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • কম্পিউটার চালানোতে ভালো হতে হবে।
  • ইংরেজিতে ভাষায় যোগাযোগে ভালো হতে হবে।
  • ইমেইলের মাধ্যমে যোগাযোগে দক্ষ হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং দেশের যেকোন জায়গায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে।

বেতনঃ

  1. শিক্ষানবিশ কাল (প্রথম ০৬ মাস) পর্যন্ত ১৪,০০০ টাকা প্রদান করা হবে।
  2. শিক্ষানবিশ কাল শেষে মাসিক বেতন ১৮,০০০ টাকা প্রদান করা হবে।

অন্যান্য সুবিধাসমূহঃ

মূল বেতনের পাশাপাশি অন্যান্য যে সুবিধাগুলো প্রদান করা হবে তা নিম্নরূপ-

  • বাৎসরিক ইনক্রিমেন্ট।
  • যাতায়াত ভাতা।
  • মোবাইল বিল।
  • বার্ষিক ০২ টি উৎসব ভাতা।
  • প্রভিডেন্ট ফান্ড।
  • লাইফ ইনস্যুরেন্স সুবিধা।
  • প্রশিক্ষণ সুবিধা এবং বিভিন্ন ছুটির সুবিধা।
আরো পড়ুনঃ কিভাবে চাকরির দরখাস্ত লিখতে হয়।
আরো পড়ুনঃ ঢাকা মেট্রোরেল নিয়ে রচনা।

Application Procedure of Today’s NGO Job Circular 2023:

আগ্রহী প্রার্থীদের নিম্নে উল্লেখিত ইমেইল ঠিকানায় তাদের সিভি (ফোন নম্বরসহ) পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ইমেইলের বিষয়ের ঘরে অবশ্যই আবেদিত পদের নাম উল্লেখ করে দিতে হবে।

ইমেইল ঠিকানাঃ

gssbl.recruitment@gmail.com

নিয়োগ প্রকাশের তারিখঃ

জানুয়ারি ০৮, ২০২৩ ইংরেজি।

আবেদনের শেষ তারিখঃ

ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ইংরেজি।

N.B. Bengal Nawab, the best among all job sites, always tries to bring you job circulars from authentic job sources. But if for any reason, the recruiter demands money under the pretext of providing a job, then you are requested to refrain from joining such employment.

ট্যাগঃ NGO Job Circular 2023, Grameen Shakti Job Circular 2023, NGO Development Jobs, BD Jobs NGO, Non-Govt Job Circular 2023, গ্রামীণ শক্তি সামাজিক ব্যবস্থা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, Grameen Shakti Samajik Byabosha Ltd Job Circular 2023, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url