স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায় যা কাজ করবে আপনার ক্ষেত্রেও।

স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে প্রারম্ভিক কিছু কথাঃ


বিবাহের মাধ্যমে তৈরি হওয়া স্বামী স্ত্রীর সম্পর্ককে আমরা দূর থেকে “মধুর সম্পর্ক” বলে আখ্যায়িত করলেও, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায় বা ভালো রাখার উপায় সম্পর্কে প্রাথমিক ধারণা না থাকার কারণে, শেষমেশ অন্ততপক্ষে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় এটা নিয়েই সবাই চিন্তিত থাকেন।


নিম্নে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায় বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার উপায় বিষয়ক কয়েকটি পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে যা অনুসরণ করলে আমরা আশা করতে পারি যে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে কয়েকগুণ এবং সম্পর্ক টিকিয়ে থাকবে আজীবন।


স্বামী-স্ত্রীর-সম্পর্ক-ভালো-করার-উপায়, কিভাবে-সম্পর্ক-টিকিয়ে-রাখা-যায়, সম্পর্ক-টিকিয়ে-রাখার-উপায়, রিলেশন-টিকিয়ে-রাখার-উপায়, স্বামী-স্ত্রীর-সম্পর্ক, স্বামী-স্ত্রীর-ভালোবাসা

স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায়-০১ঃ তৃতীয় পক্ষকে প্রাধান্য না দেওয়া।


আপনার খুশীর জন্য স্বামী সারাদিন রোমান্টিক গান করবেন, বা স্ত্রী আপনার মনোরঞ্জনের জন্য সারাদিন নৃত্য করবেন ব্যপারটি এমন নয়।


স্বামী স্ত্রীর সম্পর্কের অনেক বড় অংশ জুড়ে মধুর ভালোবাসা থাকলেও, একটি ছোট অংশ অবশ্যই থাকবে অভিমান, অথবা ঝগড়ার জন্য।


অভিমান করেন না এমন স্বামী বা স্ত্রী খুঁজে পাওয়া যেমন অনেক কঠিন, তেমনি ঝগড়া হয় না এমন সংসার খুঁজে পাওয়াও অনেক কষ্টের।


কিন্তু সমস্যা তখনই দেখা দেয়, যখন ঝগড়ার সময় স্বামী-স্ত্রী ব্যতীত অন্য লোকের আগমন ঘটে। এটা আজকাল খুবই কমন একটা বিষয় হয়ে গিয়েছে যে, ঝগড়ার সময় নিজের পক্ষের লোক বাড়ানোর জন্য হয় নিজের সন্তানকে ডাক দিয়ে তাকে জড়ানো হয়, অথবা বাবা-মা/ আত্বীয়সজনকে ডাক দিয়ে তাদের সুযোগ করে দেওয়া হয় আগুনের তাপ আরো বাড়ানোর জন্য।


ঝগড়া হবে স্বাভাবিক, কিন্তু তা যেনো বেডরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এমনকি আপনাদের ঝগড়ার মাঝে অন্য কেউ তার নিজ ইচ্ছায় প্রবেশ করতে চাইলেও তাকে দূরে রাখুন।


কারণ, একটি সম্পর্কের ভালোবাসা যেমন অন্যের সাথে শেয়ার করা যায় না, ঠিক তেমনি সম্পর্কের মধ্যে থাকা ঝগড়াতেও স্বামী-স্ত্রী ছাড়া অন্যকারোর অংশীদারিত্ব থাকা উচিত নয়।

স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার উপায়-০২ঃ রাগ অবস্থায় না ঘুমানো।


কোন বিষয়ে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ থাকলে তা নিয়ে যত ঘন্টাই ঝগড়া হোক না কেনো, দিন শেষে রাতে যখন ঘুমাতে যাবেন, তখন নিজেদের মধ্যকার বিবাদ অবশ্যই মিটিয়ে ঘুমানো উচিত।


যদি বিষয়টি যদি এমন হয় যে, একদিনে বিবাদ মিটানো সম্ভব নয়, তাহলে অন্ততপক্ষে সমাধানের ব্যপারে একটি সমঝোতায় আসতে হবে। কোন অবস্থায় নিজেদের মধ্যে রাগ-গোসা রেখে ঘুমানো উচিত নয়।


মনে রাখা উচিত যে, আজকের ঝামেলা আজকেই সমাধান না করতে পারলে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটল ইঞ্চি ইঞ্চি করে আস্তে আস্তে বাড়তেই থাকবে।

স্বামী স্ত্রীর রিলেশন টিকিয়ে রাখার উপায়-০৩ঃ অভিযুক্তকেই তার অভিযোগ শোনানো।


মাঝে মাঝে এমন পরিস্থিতি আসতে পারে যে, স্বামী স্ত্রী একে অন্যের ব্যপারে কারো কাছে গিয়ে অভিযোগ করার প্রয়োজন হতে পারে।


এমন পরিস্থিতি দেখা দিলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনার স্বামীর অভিযোগ আপনার স্বামীর কাছেই করুন, বা আপনার স্ত্রীর অভিযোগ আপনার স্ত্রীর কাছেই করুন।


কারণ, আপনি যখন আপনার পার্টনারের ব্যপারে অন্যের কাছে গিয়ে নালিশ করতে যাবেন, তখন শুরুতেই অনেক নেগেটিভ চিন্তা করে তার ব্যপারে নালিশ করতে হবে।


সেইসাথে অভিযোগের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য এমনও হতে পারে যে, আপনার পার্টনারের যে স্বভাবগুলো এতদিন আপনার কাছে মানানসই ছিলো, সেগুলোকেও নেগেটিভ চিন্তার মাধ্যমে দোষে রূপান্তর করার চেষ্টা করবেন।


সুতরাং নিজের পার্টনারের ব্যপারে অন্যের কাছে অভিযোগ করার ক্ষেত্রে, যেমন তার সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা তৈরি হয়, তেমনি অন্য ব্যক্তিও আপনাদের সম্পর্কের গুরুত্ব না বুঝে উল্টা এই বিবাদের মাধ্যমে কোন না কোন কিছুর সুযোগ খুঁজে বেড়ানোর চেষ্টা করবে।

স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায়-০৪ঃ নিয়মিত রাত্রে উজ্জীবিত থাকা।


জীবন যতই যান্ত্রিক হোক, সংসারে ব্যস্ততা যতই বাড়ুক, রাত্রে অন্ততপক্ষে নিজেদের জন্য কিছু কোয়ালিটি টাইম অতিবাহিত করার সুযোগ তৈরি করে নিতে হবে।


খুশগল্প করা, কিছু মজা করা, রোমান্স করা বা অন্য যেকোন উপায়ে একে অন্যকে সময় দেওয়ার মাধ্যমে নিজেদের সম্পর্ককে সর্বদা উজ্জীবিত রাখার চেষ্টা করা।


মোটকথা, সম্পর্কের মাঝে যাতে কোনভাবেই বিরক্তিভাব না চলে আসে বা অন্যকোন নারী-পুরুষের প্রেম-ভালোবাসা দেখে তার সাথে আপনাদের ভালোবাসার তুলনা করার সুযোগ না তৈরি হয়, সেজন্য আপনার যা করার উচিত আপনাকে তাই করতে হবে।

স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায়-০৫ঃ একে অন্যের প্রতি বিশ্বাস রাখা।


স্বামী তার স্ত্রীর প্রতি এবং স্ত্রী তার স্বামীর প্রতি এমন বিশ্বাস থাকা উচিত যে, অগোচরে তার পার্টনার কোন ধরণের খারাপ কাজ করবে না বা কোন নেতিবাচক সিদ্ধান্ত নিবে না।


যখন একে অন্যের প্রতি বিশ্বাস হবে মজবুত, তখন একে অন্যের প্রতি সম্মান বাড়তে থাকবে এবং সেইসাথে উভয়ের মধ্যকার ভালোবাসা এমনিতেই অটল থাকবে।


আর যে সম্পর্কে সম্মান এবং ভালোবাসা রয়েছে, সেই সম্পর্কের স্থায়িত্বও রয়েছে।


আরো পড়ুন>> স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ।

উপসংহারঃ


আপনার পার্টনারের মনমানসিকতা আপনার চেয়ে ভালো আর কারো পক্ষে বুঝা সম্ভব নয়। তাই নিজের সংসারের ভালো নিজেই ভালো বুঝা উচিত এবং নিজের সংসারকে সুন্দর করার জন্য নিজেরাই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


তৃতীয় পক্ষের কাছে গিয়ে পার্টনার সম্পর্কে নালিশ করা বা কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় সে ব্যপারে পরামর্শ চাওয়া মানে নিজের সংসার নামক গাড়ীর চাবি অন্যের হাতে তুলে দেওয়ার সমতুল্য।


অতএব, আপনাদের সংসারকে টিকিয়ে রাখার জন্য উপরোক্ত স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায় গুলো অনুসরণ করলেই আপনার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি।


Tag: স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার উপায়, কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, সম্পর্ক টিকিয়ে রাখার উপায়, রিলেশন টিকিয়ে রাখার উপায়, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভালোবাসা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url