Apply Now for POPI NGO Job Circular 2023: পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩!!!

এই চাকরির খবরের বিষয়ঃ POPI NGO Job Circular 2023, পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


POPI-NGO-Job-Circular-2023, পপি-এনজিও-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s POPI NGO Job Circular 2023:

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) হল জাতীয় পর্যায়ে একটি  বেসরকারি উন্নয়ন সংস্থা। যারা মূলত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি জাতি গড়ে তোলার লক্ষ্য কাজ করে যাচ্ছে।


বর্তমানে এই সংস্থাটি সরকারি এবং বেসরকারি মোট ৪০ টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে মিলে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ।


পপি এনজিও সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে সংস্থার “সমৃদ্ধি” প্রকল্পের আওতায় নিম্নে উল্লেখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নিয়োগের সকল তথ্য নিম্নে সুন্দরভাবে উপস্থাপন করা হলোঃ-


  • সংস্থার নামঃ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)।
  • অফিসের ঠিকানাঃ বাড়ী নম্বরঃ ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
  • পদের নামঃ এমআইএস অফিসার।
  • শূন্যপদের সংখ্যাঃ নির্দিষ্ট করে উল্লেখ নেই।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ কিশোরগঞ্জের ভৈরব এবং করিমগঞ্জ।

Responsibilities of Today’s POPI NGO Job Circular 2023:


  • প্রকল্পের সকল প্রতিবেদন প্রস্তুত করা এবং প্রয়োজন অনুসারে সংশ্লিষ্টদের তথ্য প্রদান করা।
  • “ইউনিয়ন তথ্য ও সেবা ক্ষেন্দ্র’ এর সাথে ভাল সম্পর্ক স্থাপন করে সংস্থার সদস্যদের উপযোক্ত সেবা প্রদান করা।
  • সংস্থা থেকে প্রদানকৃত সকল লোনের জন্য প্রতিবেদন প্রস্তুত করা।
  • প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে শাখার ডিজিটাল তথ্য সেবা নিশ্চিত করা।
  • প্রকল্পের বাজেট প্রস্তুত এবং পরিকল্পনা তৈরিতে সহায়তা করা।
  • তাছাড়া, ম্যানেজমেন্ট প্রদত্ত প্রকল্পের সাথে সম্পৃক্ত অন্য যেকোন কাজ করা।

Requirements of Today’s POPI NGO Job Circular 2023:


  • প্রার্থীদের যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
  • এমএস অফিস প্রোগ্রামের কাজ ভালো জানতে হবে।
  • কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, হালনাগাদ, এবং প্রতিবেদন প্রস্তুত করা জানতে হবে।
  • বয়স ৪০ বছর পর্যন্ত হলেও এই চাকরিতে আবেদন করা যাবে।
  • প্রার্থীদের এরকম কাজের উপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Salary and Benefits of Today’s POPI NGO Job Circular 2023:


মাসিক বেতন হিসেবে একজন এমআইএস অফিসারকে ১৬,০০০ টাকা হতে ১৭,০০০ টাকা প্রদান করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়টি সংস্থার পলিসির উপর নির্ভরশীল।

Application Procedure of Today’s POPI NGO Job Circular 2023:


আগ্রহী প্রার্থীরা দুইজন পরিচয়দানকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করে সিভি তৈরি করে, ইহার সাথে সদ্যতোলা রঙ্গিন ছবি, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ, ভোটার আইডি কার্ড সংযুক্ত করে নিম্নে লিখিত ইমেইলে তাদের আবেদনপত্র জমা দিতে হবে। সিভিতে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে পদের নাম লিখতে হবে।


ইমেইল এড্রেসঃ hr@popibd.org

আরও পড়ুনঃ হীড বাংলাদেশের চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, আজকের POPI NGO Job Circular 2023 এর খবর পেয়ে আপনি উপকৃত হয়েছেন। এরকম চলমান এনজিও চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।


Tag: POPI NGO Job Circular 2023, পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url