Ongoing HEED Bangladesh Job Circular 2023: হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩!!!

এই চাকরির খবরের বিষয়ঃ HEED Bangladesh Job Circular 2023, হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।


HEED-Bangladesh-Job-Circular-2023, হীড-বাংলাদেশ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s HEED Bangladesh Job Circular 2023:

“হীড বাংলাদেশ” এনজিও প্রতিষ্ঠান হিসেবে অনেক পরিচিত এবং পুরাতন একটি সংস্থা। ১৯৭৪ সাল থেকে শুরু করে প্রায় ৫০ বছর ধরে সংস্থাটি দেশের শিক্ষা, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি তাদের ঢাকা অফিসের জন্য নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দিবে ঘোষণা করেছে, যা আজকের এই চাকরির খবরের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।


  • সংস্থার নামঃ হীড বাংলাদেশ।
  • অফিসের ঠিকানাঃ মেইন রোড, প্লট নং- ১৯, ব্লক- এ, সেকশন- ১১, মিরপুর, ঢাকা-১২১৬।
  • পদের নামঃ এডমিন অফিসার।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট দুই (০২) জন নিয়োগ দেওয়া হবে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ মিরপুর-১১, ঢাকা।

Responsibilities of Today’s HEED Bangladesh Job Circular 2023:


  • অফিসের এডমিনিস্ট্রেটিভ সকল কাজ করা, ফাইল মেইনটেইন করা, বিভিন্ন উৎস থেকে তথ্য প্রদান করা, ইত্যাদি।
  • অফিসের সকল সভার ব্যবস্থা করা এবং সভার জন্য কার্যবিবরণী বা অন্যান্য রেকর্ড প্রদান করা।
  • ট্রাভেলিং এর জন্য ব্যবস্থা করা এবং বিভিন্ন লোকদের সাথে সাক্ষাতের সময়সূচী নির্ধারণ করা।
  • অফিসের পণ্য সাপ্লাই, মেরামত ইত্যাদির বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করা।
  • সরকারি, বেসরকারি, বিভিন্ন সংস্থা এবং ব্যাংকের সাথে যোগাযোগ বজায় রাখা।
  • অফিসের সকল খরচের হিসাব সংরক্ষণ করা এবং অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায়ে নজরদারি করা।
  • তাছাড়া, ম্যানেজমেন্ট কর্তৃক অন্য কোন কাজ দিলে তা সম্পন্ন করা।

Requirements of Today’s HEED Bangladesh Job Circular 2023:


  • আবেদনকারীদের যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
  • নারী এবং পুরুষ, সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বাংলা এবং ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে।
  • ইন্টারনেট ব্রাউজিং, বেসিক কম্পিউটার অপারেশনের দক্ষতা থাকতে হবে।
  • গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রার্থীদের মধ্যে টিম ওয়ার্কের গুণাবলী থাকতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের নূন্যতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

Salary and Benefits of Today’s HEED Bangladesh Job Circular 2023:


এই পদের জন্য মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তাছাড়া, অন্যান্য সুযোগ সুবিধাগুলো হীড বাংলাদেশের নিয়ম অনুযায়ী যথাযথভাবে প্রদান করা হবে।

Application Procedure of Today’s HEED Bangladesh Job Circular 2023:


আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানা বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র ডাক/কুরিয়ার/সরাসরি যেকোন মাধ্যমে অফিস চলাকালীন সময়ের ভিতরে (বিকাল ০৫ টা) জমা দিতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্রঃ


  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • কাভার লেটারসহ পরিপূর্ণ সিভি।
  • শিক্ষাগত সনদের ফটোকপি।
  • প্রশিক্ষণ/অভিজ্ঞতা সনদের ফটোকপি।


আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ ব্যবস্থাপক (এইচআরএম), হীড বাংলাদেশ, মেইন রোড, প্লট নং- ১৯, ব্লক- এ, সেকশন- ১১, মিরপুর, ঢাকা-১২১৬।

আরও পড়ুনঃ সোপিরেট এনজিও চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, হীড বাংলাদেশের আজকের নিয়োগের সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। আজকের HEED Bangladesh Job Circular 2023 সম্পর্কে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। 


Tag: HEED Bangladesh Job Circular 2023, হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url