বয়লার কোম্পানিতে চাকরি-Mechanical Engineering Jobs in Bangladesh

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ।। Mechanical engineering job ।। ডিপ্লোমাদের চাকরির খবর ।। Engineering job in bangladesh

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব সেক্টর, engineering job, engineering jobs in bangladesh, engineering job in bangladesh, ইঞ্জিনিয়ারিং চাকরির খবর, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ ২০২২, ডিপ্লোমাদের চাকরির খবর, ডিপ্লোমা চাকরির খবর ২০২২, mechanical engineering jobs in bangladesh, engineering job circular 2022, mechanical engineering job, diploma in mechanical engineering jobs in bangladesh, mechanical engineering jobs dhaka , diploma in mechanical engineering job circular 2022, বেসরকারি চাকরির খবর ২০২২

আজকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ ২০২২ বা বেসরকারি চাকরির খবর ২০২২ 

আপনারা পড়ছেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা প্রাইভেট জব সার্কুলার ২০২২ (মে-পার্ট-২৫)


Engineering job circular 2022 ।। Mechanical engineering job


কোম্পানির নামঃ আলিফ বয়লার কোম্পানি লিমিটেড।

পদের নামঃ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ।

পদের সংখ্যাঃ অনির্দিষ্ট।

কাজের লোকেশনঃ মিরপুর ডিওএইচএস, ঢাকা।

কাজের ধরনঃ ফুল টাইম (অফিস বেজড জব)। 

কাজের দায়িত্বঃ

  • আলিফ বয়লার কোম্পানি লিমিটেড এর জন্য নতুন গ্রাহক তৈরি করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
  • গ্রাহকদের কাছ থেকে কোন পণ্যের অর্ডার থাকলে তা গ্রহণ করা।
  • গ্রাহকদের বয়লার সম্পর্কৃত তথ্য দিয়ে সহযোগিতা করা।
  • গ্রাহকদের পক্ষ থেকে বয়লার সম্পর্কৃত কোন অনুসন্ধান বা অভিযোগ থাকলে তাদের সমস্যা বুঝতে সক্ষম হওয়া এবং  তাদের উপযুক্ত সেবা দিয়ে সন্তুষ্ট করা।  
  • বয়লার ট্রাবলশুটিং এবং  মেইনটেন্যান্স এর ব্যাপারে গ্রাহকদের সাপোর্ট দেওয়া।
  • বয়লার সম্পর্কৃত যাবতীয় সহযোগিতা করে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন হতে হবে।
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রিধারীরাও চাইলে আবেদন করতে পারবেন।

কাজের অভিজ্ঞতাঃ

  • ফেইসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, গুগল এডসেন্স ইত্যাদি ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • গ্রাহকদের যেকোন বিষয় বুঝানোর দক্ষতা থাকতে হবে।
  • টিমের সাথে মিলে কাজ করায় অভ্যস্থ হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, আন্তরিক হতে হবে এবং প্রতিষ্টানের সাথে দীর্ঘদিন কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
  • উক্ত কাজের উপর পূর্বের ০১ থেকে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ

  • আবেদনকারীর  বয়স ২৪ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • ছেলে এবং মেয়ে উভয়ই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতনঃ আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

অন্যান্য সুবিধা সমূহঃ

  • মোবাইল বিল সুবিধা।
  • ফ্রীতে দুপুরের খাবারের সুবিধা প্রদান করা হবে।
  • বার্ষিক দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।

জব সার্কুলার প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২২ ইংরেজি।

আবেদনের শেষ তারিখঃ ২৫ জুন, ২০২২ ইংরেজি।

আজকের চাকরিতে আবেদনের প্রক্রিয়াঃ

নিম্নোক্ত ই-মেইল আইডিতে সিভি প্রেরণ করতে হবে।

alifboiler.customercare@gmail.com

কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন>>  ABCL


বিঃ দ্রঃ বেঙ্গল নওয়াব সর্বদা চেষ্টা করে ভালো ভালো জব সোর্স থেকে আপনাদের জন্য অথেনটিক জব সার্কুলার নিয়ে আসতে। কিন্তু কোন কারণে চাকরি প্রদানের বাহানায় কোন নিয়োগদাতা প্রতিষ্টান টাকা-পয়সা দাবি করলে আপনারা এরকম চাকরিতে জয়েন করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।


বেসরকারি চাকরির খবর ২০২২ ।। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ।। প্রাইভেট জব সার্কুলার ২০২২

আপনারা এতক্ষণ পড়ছিলেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা প্রাইভেট জব সার্কুলার ২০২২ (মে-পার্ট-২৫)


ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে বেসরকারি চাকরির খবর ২০২২ চলতি মে মাসের অনেক জব সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন।


পড়ুন>> অস্ট্রেলিয়ান কোম্পানিতে আজকের চাকরির খবর ২০২২

পড়ুন>> ম্যানেজার পদে শোরুমে চাকরি ২০২২

পড়ুন>> কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পড়ুন>> সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ মার্কেটিং জব সার্কুলার ২০২২


আপনারা এতক্ষণ পড়ছিলেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা প্রাইভেট জব সার্কুলার ২০২২ (মে-পার্ট-২৫)। এরকম নিয়মিত বেসরকারি চাকরির খবর বা প্রাইভেট জব সার্কুলার পেতে আমাদের ফেইসবুক পেইজ ফলো করে রাখতে পারেন, যাতে নতুন কোন জব সার্কুলার প্রকাশিত হলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান।


চাকরির খবর ছাড়াও আমাদের ওয়েবসাইটের “এডুকেশন” ক্যাটাগরিতে চাকরি সম্পর্কৃত আরো অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে। আপনাদের চাকরির ইন্টারভিউ যাতে সফল হয়, সেই উদ্দেশ্যে বেঙ্গল নওয়াব নিয়মিত এরকম মূল্যবান আর্টিকেল প্রকাশ করে যাচ্ছে। আশা করছি আর্টিকেল গুলো পড়লে আপনার চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।


পড়ুন> জব ইন্টারভিউতে আপনার আচরণ কেমন হওয়া উচিত।

পড়ুন> জব ইন্টারভিউ এর সময় কিভাবে নিজেকে উপস্থাপন করবেন।

পড়ুন> প্রফেশনাল লাইফে একটি মিটিংকে সফল করে কিভাবে আপনি সফলতা পেতে পারেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url