সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা চাকরির খবর ২০২২

ডিপ্লোমা চাকরির খবর ২০২২ ।। ইলেকট্রিক্যাল চাকরির খবর ২০২২ ।। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চাকরি ।। Diploma Jobs in Bangladesh

ডিপ্লোমা চাকরির খবর ২০২২, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি ২০২২, ইলেকট্রিক্যাল চাকরির খবর ২০২২, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ডিপ্লোমা নিয়োগ ২০২২, ডিপ্লোমা পাশে চাকরি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চাকরি, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চাকরি ২০২২, diploma electrical job circular 2022, electrical job in bangladesh, eee jobs in bangladesh without experience, diploma in electrical engineering jobs in bangladesh, diploma electrical jobs, diploma in electronics job circular, electronics job in bangladesh, diploma jobs in bangladesh, diploma in engineering job, electronics diploma jobs for freshers

আজকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বা বেসরকারি চাকরির খবর ২০২২

আপনারা পড়ছেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা প্রাইভেট জব সার্কুলার ২০২২ (মে-পার্ট-২৬)


Electrical Job in Bangladesh ।। Electronics Job in Bangladesh


কোম্পানির নামঃ ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেড। 

পদের নামঃ সাপোর্ট ইঞ্জিনিয়ার (অপারেশন)।

পদের সংখ্যাঃ ০১ (এক)।

কাজের লোকেশনঃ বাঁশতলা, নতুন বাজার, বাড্ডা, ঢাকা।

কাজের ধরনঃ ফুল টাইম (ফিল্ড বেজড জব)। 

কাজের দায়িত্বঃ

  • অপারেশন এবং মেইনটেন্যান্স এর জন্য ফিল্ডে গিয়ে সাপোর্ট দেওয়া।
  • প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর কাজ অর্থাৎ, সোল্ডারিং, অ্যাসেম্বলিং এবং ইন্সটলেশনের কাজ করা।
  • কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে সকল কাজের রেকর্ড সংরক্ষণ করা।
  • কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে স্পেয়ার পার্টসের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা।
  • ধারাবাহিকভাবে একেরপর একটি সমস্যা সমাধানের চেষ্টা করা।
  • সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট প্রস্তুত করে ম্যানেজমেন্টের কাছে জমা দেওয়া।
  • কাজের প্রয়োজনে দূরবর্তী জায়গায় ভ্রমণ করা।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
  • ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।

কাজের অভিজ্ঞতা এবং শর্তসমূহঃ

  • এনালগ এবং ডিজিটাল সার্কিট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে
  • সোল্ডারিং এর কাজ ভালো জানতে হবে।
  • বিভিন্ন সেন্সর এর কাজের মূলনীতি এবং লজিক্যাল অপারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে।
  • যেকোন ধরনের ডিভাইস ট্রাবলশুটিং করার দক্ষতা থাকতে হবে।
  • মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
  • চাপ নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
  • টিম ওয়ার্ক এবং কমিউনিকেশনে ভালো হতে হবে।
  • কাজের সমাধান দিতে গিয়ে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
  • সার্ভিসের কাজে যেকোন জায়গায় ভ্রমণ করার মনমানসিকতা থাকতে হবে।
  • ফ্রেশাররা উক্ত পদে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
  • তবে, সংশ্লিষ্ট কাজে ০১ (এক) বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। 

বয়সঃ উল্লেখ নেই। 

বেতনঃ সরাসরি সাক্ষাতে বেতন নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা সমূহঃ

টি/এ এবং ডি/এ সুবিধাসহ কোম্পানির বিধি মোতাবেক সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জব সার্কুলার প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২২ ইংরেজি। 

আবেদনের শেষ তারিখঃ যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে।

আজকের চাকরিতে আবেদনের প্রক্রিয়াঃ

নিম্নোক্ত ই-মেইল আইডিতে সিভি প্রেরণ করতে হবে।

jobs@vertical-innovations.com


বিঃ দ্রঃ বেঙ্গল নওয়াব সর্বদা চেষ্টা করে ভালো ভালো জব সোর্স থেকে আপনাদের জন্য অথেনটিক জব সার্কুলার নিয়ে আসতে। কিন্তু কোন কারণে চাকরি প্রদানের বাহানায় কোন নিয়োগদাতা প্রতিষ্টান টাকা-পয়সা দাবি করলে আপনারা এরকম চাকরিতে জয়েন করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।


বেসরকারি চাকরির খবর ২০২২ ।। ডিপ্লোমা চাকরির খবর ২০২২ ।। প্রাইভেট জব সার্কুলার ২০২২

আপনারা এতক্ষণ পড়ছিলেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা Diploma Jobs in Bangladesh (মে-পার্ট-২৬)


ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে বেসরকারি চাকরির খবর ২০২২ চলতি মাসের অনেক জব সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন।


পড়ুন>> বয়লার কোম্পানিতে চাকরি Mechanical Engineering Jobs in Bangladesh

পড়ুন>> অস্ট্রেলিয়ান কোম্পানিতে আজকের চাকরির খবর ২০২২

পড়ুন>> ম্যানেজার পদে শোরুমে চাকরি ২০২২

পড়ুন>> কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


আপনারা এতক্ষণ পড়ছিলেন Bengal Nawab বেসরকারি চাকরির খবর ২০২২ বা প্রাইভেট জব সার্কুলার ২০২২ (মে-পার্ট-২৬)। এরকম নিয়মিত বেসরকারি চাকরির খবর বা প্রাইভেট জব সার্কুলার পেতে আমাদের ফেইসবুক পেইজ ফলো করে রাখতে পারেন, যাতে নতুন কোন জব সার্কুলার প্রকাশিত হলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান।


চাকরির খবর ছাড়াও আমাদের ওয়েবসাইটের “এডুকেশন” ক্যাটাগরিতে চাকরি সম্পর্কৃত আরো অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে। আপনাদের চাকরির ইন্টারভিউ যাতে সফল হয়, সেই উদ্দেশ্যে বেঙ্গল নওয়াব নিয়মিত এরকম মূল্যবান আর্টিকেল প্রকাশ করে যাচ্ছে। আশা করছি আর্টিকেল গুলো পড়লে আপনার চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।


পড়ুন> জব ইন্টারভিউতে আপনার আচরণ কেমন হওয়া উচিত। 

পড়ুন> জব ইন্টারভিউ এর সময় কিভাবে নিজেকে উপস্থাপন করবেন। 

পড়ুন> বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর উপায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url